২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার
  • / 33

এই ভাবেই পড়েছিল মগরাহাটে দুই নিহতের দেহ ছবি ওবাইদুল্লা লস্কর

পুবের কলম ওয়েবডেস্কঃ বগটুয়ের পর এবার মগরহাট।  জোড়া খুনকে কেন্দ্র করে তুলকালাম। রণক্ষেত্র এলাকা।  দুই যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ।  পাওনা টাকা ফেরত দেওয়ার টোপ দিয়ে সিভিক ভলান্টিয়ার এবং তাঁর বন্ধুকে ডেকে এনে খুন করা হয় । নিহতদের নাম বরুণ রায় এবং মলয় মাথাল । এদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার।মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

সিভিক ভলেন্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করা হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মগরাহাটের মাগুরপুকুরে গরুর হাটে দুই যুবককে এভাবেই খুন করল দুষ্কৃতীরা বলে অভিযোগ। আর এই জোড়া খুনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রণক্ষেত্র এলাকা। বিরাট পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন  জেলা পুলিশ সুপার।

আরও পড়ুন: চুরি করতে এসে, হাতেনাতে পাকড়াও চোর

মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

আরও পড়ুন: মগরাহাট শুট আউটের ঘটনায় ভুবনেশ্বর থেকে  গ্রেফতার ২

 

আরও পড়ুন: মগরাহাটে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে পথ অবরোধ

কিন্তু কি ঘটেছিল মগরাহাটে। যার থেকে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে গেল। শনিবার সকালে এলাকায় বসেছিল গরুর হাট। সেখানেই গরু কেনাবেচা নিয়ে প্রথমে দুটি গোষ্টীর মধ্যে বচসা বাঁধে। এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার।অভিযোগ এরপরে একটি দোকানের মধ্যে ওই সিভিক ভলান্টিয়ার দের ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয় দোকান। গুলি করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্করেঞ্জ থেকে। মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলার নলি।মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আছেন ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুনকুমার দে। দিনেদুপুরে এই ধরনের নৃশংস খুনের ঘটনায় স্তম্ভিত গোটা মগরাহাট।

ছবি ওবাইদুল্লা লস্কর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বগটুয়ের পর এবার মগরহাট।  জোড়া খুনকে কেন্দ্র করে তুলকালাম। রণক্ষেত্র এলাকা।  দুই যুবককে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ।  পাওনা টাকা ফেরত দেওয়ার টোপ দিয়ে সিভিক ভলান্টিয়ার এবং তাঁর বন্ধুকে ডেকে এনে খুন করা হয় । নিহতদের নাম বরুণ রায় এবং মলয় মাথাল । এদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ার।মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

সিভিক ভলেন্টিয়ার ও তাঁর বন্ধুকে প্রথমে গুলি করা হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলার নলি কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মগরাহাটের মাগুরপুকুরে গরুর হাটে দুই যুবককে এভাবেই খুন করল দুষ্কৃতীরা বলে অভিযোগ। আর এই জোড়া খুনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই রণক্ষেত্র এলাকা। বিরাট পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন  জেলা পুলিশ সুপার।

আরও পড়ুন: চুরি করতে এসে, হাতেনাতে পাকড়াও চোর

মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

আরও পড়ুন: মগরাহাট শুট আউটের ঘটনায় ভুবনেশ্বর থেকে  গ্রেফতার ২

 

আরও পড়ুন: মগরাহাটে শ্যুট আউটের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে পথ অবরোধ

কিন্তু কি ঘটেছিল মগরাহাটে। যার থেকে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে গেল। শনিবার সকালে এলাকায় বসেছিল গরুর হাট। সেখানেই গরু কেনাবেচা নিয়ে প্রথমে দুটি গোষ্টীর মধ্যে বচসা বাঁধে। এখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই সিভিক ভলান্টিয়ার।অভিযোগ এরপরে একটি দোকানের মধ্যে ওই সিভিক ভলান্টিয়ার দের ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয় দোকান। গুলি করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্করেঞ্জ থেকে। মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলার নলি।মগরাহাটে পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি,গলা কেটে জোড়া খুন, রণক্ষেত্র এলাকা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আছেন ডায়মন্ডহারবারের এসডিপিও মিতুনকুমার দে। দিনেদুপুরে এই ধরনের নৃশংস খুনের ঘটনায় স্তম্ভিত গোটা মগরাহাট।

ছবি ওবাইদুল্লা লস্কর