০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি মামলায় পাঁচ বছরের জেল সু -কির

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
  • / 80

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ দুর্নীতির দায়ে অভিযুক্ত মায়ানমারের নেত্রী অং সান সু -কির  আরও পাঁচ বছরের কারাদণ্ড দিল দেশটির জান্তা সরকারের একটি বিশেষ আদালত। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনা অভু্যত্থানের পর থেকে সু -কির বিরুদ্ধে দুর্নীতির ১১টি মামলা চলছে। এবারই প্রথম তার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হল। জান্তা আদালত দেশটির গণতন্ত্রপন্থী এই নেত্রীকে মায়ানমারের বৃহত্তম শহর ও অঞ্চল ইয়াঙ্গুনের প্রাক্তন প্রধানের কাছ থেকে নগদ এবং সোনার বার আকারে ৬ লক্ষ ডলার ঘুষ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে। এতে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সুকির আইনজীবীরা বলেছেন, তারা এখনও সুকির সঙ্গে দেখা করতে পারেননি।

 

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের প্রধান মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বুধবার, ২৭ এপ্রিল দেশটির রাজধানী নেইপিদোতে রুদ্ধদ্বার শুনানির আয়োজন করে সু -কিকে সাজা দেওয়া হয়। যেখানে জনসাধারণ তো দূরের কথা, মিডিয়ার লোকজনকও নিষিদ্ধ করা হয়। এমনকি সু -কির আইনজীবীরা যাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারেন, সে ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সু -কির এর আগে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকচ করেছেন। মানবাধিকার সংগঠনগুলো সামরিক আদালতের বিচারকে জালিয়াতি অভিহিত করে নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ৫ বছর নিয়ে সুকির মোট কারাদণ্ডের মেয়াদ ১১ বছর হল। এর আগে তিনি অন্যান্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।সু -কির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার ১৯০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্নীতি মামলায় পাঁচ বছরের জেল সু -কির

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ দুর্নীতির দায়ে অভিযুক্ত মায়ানমারের নেত্রী অং সান সু -কির  আরও পাঁচ বছরের কারাদণ্ড দিল দেশটির জান্তা সরকারের একটি বিশেষ আদালত। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দেশটিতে সেনা অভু্যত্থানের পর থেকে সু -কির বিরুদ্ধে দুর্নীতির ১১টি মামলা চলছে। এবারই প্রথম তার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় হল। জান্তা আদালত দেশটির গণতন্ত্রপন্থী এই নেত্রীকে মায়ানমারের বৃহত্তম শহর ও অঞ্চল ইয়াঙ্গুনের প্রাক্তন প্রধানের কাছ থেকে নগদ এবং সোনার বার আকারে ৬ লক্ষ ডলার ঘুষ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত করেছে। এতে তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সুকির আইনজীবীরা বলেছেন, তারা এখনও সুকির সঙ্গে দেখা করতে পারেননি।

 

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের প্রধান মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুনও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। বুধবার, ২৭ এপ্রিল দেশটির রাজধানী নেইপিদোতে রুদ্ধদ্বার শুনানির আয়োজন করে সু -কিকে সাজা দেওয়া হয়। যেখানে জনসাধারণ তো দূরের কথা, মিডিয়ার লোকজনকও নিষিদ্ধ করা হয়। এমনকি সু -কির আইনজীবীরা যাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে না পারেন, সে ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সু -কির এর আগে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকচ করেছেন। মানবাধিকার সংগঠনগুলো সামরিক আদালতের বিচারকে জালিয়াতি অভিহিত করে নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ৫ বছর নিয়ে সুকির মোট কারাদণ্ডের মেয়াদ ১১ বছর হল। এর আগে তিনি অন্যান্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।সু -কির বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবগুলোতে দোষী সাব্যস্ত হলে তার ১৯০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: নীতিশিক্ষা হারিয়ে যাওয়ার ফলেই কি এত অপরাধ এত দুর্নীতি?