০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে মদের ওপর থেকে কর উঠে গেল

ইমামা খাতুন
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 91

পুবের কলম ওয়েব ডেস্কঃ গাল্ফ অঞ্চলের ‘পার্টি ক্যাপিটাল’ বলা হয় দুবাইকে। আর এই দুবাইয়ে পর্যটকদের আকৃষ্ট করতে মদের ওপর থেকে ৩০ শতাংশ কর প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। ফলে এখন থেকে দুবাইয়ে মদ পানে কাউকে আর ৩০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে না। এ ছাড়া, বাতিল করা হয়েছে ব্যক্তিগত বারের লাইসেন্স ফিও।

 

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

এখন থেকে মদের গ্রাহকরা ফ্রিতে লাইসেন্স পাচ্ছেন। দুবাইয়ের স্থানীয় অ্যালকোহল বিক্রেতা মেরিটাইম অ্যান্ড মার্সেন্টাইল ইন্টারন্যাশল (এমএমআই) কোম্পানিসহ আফ্রিকা ও পশ্চিমা বিশ্বের বেশকিছু কোম্পানি ভোক্তাদের জন্য নতুন ব্যবস্থাটি চালু করার ঘোষণা করেছে। ইনস্টাগ্রামে এক পোস্টে এমএমআই কোম্পানি দুবাই সরকারের পদক্ষেপের প্রশংসা করে লিখেছে, ‘এখন থেকে মদ কিনতে আর বাইরের কোনও দেশে যেতে হবে না।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

৩০ শতাংশ কর বাতিল হওয়ায় এবং ফ্রিতে অ্যালকোহলের লাইসেন্স মেলায় এখন আপনি সহজে ও কম দামে ড্রিঙ্কস কিনতে পারেন।’ দুবাইয়ের আইন অনুযায়ী, দুবাইয়ে যারা অ্যালকোহল সেবন করতে ইচ্ছুক বা অ্যালকোহল সঞ্চয় করতে আগ্রহী তারা বাধ্যতামূলক লাইসেন্স পাবেন।

 

তবে বয়স হতে হবে ২১ বছরের ওপরে এবং এক বছরের জন্য এই লাইসেন্স বৈধ রাখতে খরচ হবে ২৭০ দিরহাম (৭৩ ডলার)।  উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর জনসংখ্যার বেশিরভাগই প্রবাসী। পর্যটন খাতে জোয়ার আনার পরিকল্পনার আওতায় নভেম্বরে  অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর কর কমানোর সিদ্ধান্তটি নেয় সরকার।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাইয়ে মদের ওপর থেকে কর উঠে গেল

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ গাল্ফ অঞ্চলের ‘পার্টি ক্যাপিটাল’ বলা হয় দুবাইকে। আর এই দুবাইয়ে পর্যটকদের আকৃষ্ট করতে মদের ওপর থেকে ৩০ শতাংশ কর প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। ফলে এখন থেকে দুবাইয়ে মদ পানে কাউকে আর ৩০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে না। এ ছাড়া, বাতিল করা হয়েছে ব্যক্তিগত বারের লাইসেন্স ফিও।

 

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

এখন থেকে মদের গ্রাহকরা ফ্রিতে লাইসেন্স পাচ্ছেন। দুবাইয়ের স্থানীয় অ্যালকোহল বিক্রেতা মেরিটাইম অ্যান্ড মার্সেন্টাইল ইন্টারন্যাশল (এমএমআই) কোম্পানিসহ আফ্রিকা ও পশ্চিমা বিশ্বের বেশকিছু কোম্পানি ভোক্তাদের জন্য নতুন ব্যবস্থাটি চালু করার ঘোষণা করেছে। ইনস্টাগ্রামে এক পোস্টে এমএমআই কোম্পানি দুবাই সরকারের পদক্ষেপের প্রশংসা করে লিখেছে, ‘এখন থেকে মদ কিনতে আর বাইরের কোনও দেশে যেতে হবে না।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

৩০ শতাংশ কর বাতিল হওয়ায় এবং ফ্রিতে অ্যালকোহলের লাইসেন্স মেলায় এখন আপনি সহজে ও কম দামে ড্রিঙ্কস কিনতে পারেন।’ দুবাইয়ের আইন অনুযায়ী, দুবাইয়ে যারা অ্যালকোহল সেবন করতে ইচ্ছুক বা অ্যালকোহল সঞ্চয় করতে আগ্রহী তারা বাধ্যতামূলক লাইসেন্স পাবেন।

 

তবে বয়স হতে হবে ২১ বছরের ওপরে এবং এক বছরের জন্য এই লাইসেন্স বৈধ রাখতে খরচ হবে ২৭০ দিরহাম (৭৩ ডলার)।  উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর জনসংখ্যার বেশিরভাগই প্রবাসী। পর্যটন খাতে জোয়ার আনার পরিকল্পনার আওতায় নভেম্বরে  অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর কর কমানোর সিদ্ধান্তটি নেয় সরকার।