০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা, গ্যাস কাটার দিয়ে কেটে চলছে দেহ উদ্ধারের কাজ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার
  • / 59

পুবের কলম ওয়েবডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয় গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ। কাল রাত থেকেই চলছে উদ্ধার কাজ। এনডিআরএফ, সেনা, স্থানীয় পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। রাতের অন্ধকারে উদ্ধার কার্য অনেকটাই ব্যাহত হয়। শনিবার ফের ভোর থেকেই জোরকদমে চলছে উদ্ধারের কাজ। করমণ্ডল এক্সপ্রেসের বগিটি গ্যাসকাটার দিয়ে কাটেন উদ্ধারকারী দল।

সর্বশেষ খবর অনুযায়ী, দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬৫০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। হতা-হতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অনেকে দেহেরই নাম পরিচয় জানা যায়নি। দেহের ওপরে লিখে রাখা হচ্ছে নাম্বার। এক মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে ছয় বছরের নাতনিকে নিয়ে নদীতে ঝাঁপ দাদুর

রেল সূত্রে খবর, এখন এই রেললাইন মেরামতির কাজ শুরু হবে। ভাঙা ট্রেনে রকামরাগুলিকে সরানো হবে খুব তাড়াতাড়ি। মেরামতির কাজ শেষ হলে ফের এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

এদিকে রেলমন্ত্রী ছাড়াও আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন, রয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারও। এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন। তারপর তিনি সেখান থেকে কটকে যাবেন বলে জানা গিয়েছে। কটকের হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রীর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বিবৃতি দিল রেল পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা, গ্যাস কাটার দিয়ে কেটে চলছে দেহ উদ্ধারের কাজ

আপডেট : ৩ জুন ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয় গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ। কাল রাত থেকেই চলছে উদ্ধার কাজ। এনডিআরএফ, সেনা, স্থানীয় পুলিশ প্রশাসন একযোগে কাজ করছে। রাতের অন্ধকারে উদ্ধার কার্য অনেকটাই ব্যাহত হয়। শনিবার ফের ভোর থেকেই জোরকদমে চলছে উদ্ধারের কাজ। করমণ্ডল এক্সপ্রেসের বগিটি গ্যাসকাটার দিয়ে কাটেন উদ্ধারকারী দল।

সর্বশেষ খবর অনুযায়ী, দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬৫০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। হতা-হতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অনেকে দেহেরই নাম পরিচয় জানা যায়নি। দেহের ওপরে লিখে রাখা হচ্ছে নাম্বার। এক মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে ছয় বছরের নাতনিকে নিয়ে নদীতে ঝাঁপ দাদুর

রেল সূত্রে খবর, এখন এই রেললাইন মেরামতির কাজ শুরু হবে। ভাঙা ট্রেনে রকামরাগুলিকে সরানো হবে খুব তাড়াতাড়ি। মেরামতির কাজ শেষ হলে ফের এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন: প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

এদিকে রেলমন্ত্রী ছাড়াও আজ দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন, রয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারও। এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন। তারপর তিনি সেখান থেকে কটকে যাবেন বলে জানা গিয়েছে। কটকের হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৪০ জন যাত্রীর মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, বিবৃতি দিল রেল পুলিশ