০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কুস্তিতে দ্বিতীয় পদক, প্রত্যাশা পূরণ করে ব্রোঞ্জ বজরংয়ের
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৭ অগাস্ট ২০২১, শনিবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্কঃ টোকিও অলিম্পিকে রবি কুমার দাহিয়া দেশকে কুস্তিতে উপহার দিয়েছেন রুপো। মীরাবাঈ চানুর পর এটা টোকিও অলিম্পিকে ছিল দ্বিতীয় রুপো। এবার বজরং পুনিয়া দেশকে এনে দিলেন ব্রোঞ্জ। কুস্তিতে এটা দ্বিতীয় পদক।
ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে যাওয়ায় আজ শনিবার বজরং নেমে ছিলেন ব্রোঞ্জের লড়াইতে। পদক জিতে দেশবাসীর প্রত্যাশা পূরণ করলেন তিনি। ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যাবধানে পরাজিত করেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে।চলতি অলিম্পিকে এটা ভারতের চতুর্থ ব্রোঞ্জ।