আফগানিস্তান ক্রিকেটের উন্নয়ন চায় তালিবান
- আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- / 9
পুবের কলম প্রতিবেদকঃ এই মুহূর্তে গোটা আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে তালিবানরা। আফগানিস্তানের শাসন ক্ষমতা নিজেদের দখলে নেওয়ায় সেখানকার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামনে টি-২০ বিশ্বকাপ– তার মধ্যে ক্রিকেট খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। যদিও সে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে তালিবানরা। এদিন তাদের মুখপাত্র সুহাইল শাহীন সাফ জানিয়ে দিলেন– ক্রিকেটপ্রেমী তালিবানরা আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়ন চায়। তিনি বলেন– ‘আফগানিস্তান ক্রিকেট দলের খেলা চলবে তার নিজস্ব গতিতেই। অতীতের মতো এখনও আমরা ক্রিকেটের উন্নতি সাধনে কাজ করব। আমরা ক্ষমতায় থাকার সময়ই তো আফগানিস্তান ক্রিকেট চিনেছে।’
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুরো অংশের নিয়ন্ত্রণ এখন তালিবানদের হাতে। পরিবর্তন আসতে চলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে। দায়িত্ব নিতে চলেছেন নতুন চেয়ারম্যান। নতুন দায়িত্ব নিতে চলেছেন আজিজুল্লাহ ফাজিল। এসিবি’তে এর আগেও কাজ করেছেন তিনি। সব ধরনের আশঙ্কা দূর করে খুব শীঘ্রই মাঠে ফিরতে চলেছেন আফগান ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তাঁরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।