২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শারদোৎসবে সান্তাক্লজের ছোঁয়া,শিবপুর কেন্দ্রে  বাড়ির দরজায় নতুন পোশাক রেখে এলেন টিমসিপি কর্মীরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 29

 

 

আরও পড়ুন: ‘দিল্লি করবে ভেবেছে’, ‘গোলি মারো’ স্লোগানকারীদের গ্রেফতারের নির্দেশ মমতার

 

আরও পড়ুন: শিবপুর কাণ্ডে জামিন, বিজেপির দাবি, ‘সকলকে ফাঁসানো হয়েছিল’

আইভি আদক, হাওড়া: পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিন।পুজো মানেই নতুন পোশাক।এবার অভিনব উদ্যোগ নিলেন তৃণমূল ছাত্রপরিষদের কর্মীরা। একবারে সান্তাক্লজের ভূমিকায় এলাকার বাসিন্দাদের দরজায় উপহার হিসেবে দিয়ে এলেন নতুন পোশাক।

আরও পড়ুন: #PresidencyPujaKorche, সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণপত্র পোস্ট করে জানালো টিএমসিপি

শারদোৎসবে সান্তাক্লজের ছোঁয়া,শিবপুর কেন্দ্রে  বাড়ির দরজায় নতুন পোশাক রেখে এলেন টিমসিপি কর্মীরা

সোমবার মধ্যরাতে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি  সুপ্রভাত মশাটের উদ্যোগে এই অভিনব কর্মসূচি নেওয়া হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা এমন মানুষদের বাড়ির দরজায়  সবার চোখের আড়ালেশারদীয়া উপলক্ষে বস্ত্র উপহার রেখে আসা হয়।সুপ্রভাত জানান, দল আছে বলেই আমরা আছি। আমরা কেউ দলের ঊর্ধ্বে নয়। তাই রাতের অন্ধকারে নিঃশব্দে এই কর্মসূচি পালন করলাম। ঘুম থেকে উঠে মানুষগুলো ঘরের দরজা খুলেই পুজোর উপহার পেয়ে হয়তো খুশি হবেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শারদোৎসবে সান্তাক্লজের ছোঁয়া,শিবপুর কেন্দ্রে  বাড়ির দরজায় নতুন পোশাক রেখে এলেন টিমসিপি কর্মীরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: ‘দিল্লি করবে ভেবেছে’, ‘গোলি মারো’ স্লোগানকারীদের গ্রেফতারের নির্দেশ মমতার

 

আরও পড়ুন: শিবপুর কাণ্ডে জামিন, বিজেপির দাবি, ‘সকলকে ফাঁসানো হয়েছিল’

আইভি আদক, হাওড়া: পুজোর ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিন।পুজো মানেই নতুন পোশাক।এবার অভিনব উদ্যোগ নিলেন তৃণমূল ছাত্রপরিষদের কর্মীরা। একবারে সান্তাক্লজের ভূমিকায় এলাকার বাসিন্দাদের দরজায় উপহার হিসেবে দিয়ে এলেন নতুন পোশাক।

আরও পড়ুন: #PresidencyPujaKorche, সোশ্যাল মিডিয়ায় আমন্ত্রণপত্র পোস্ট করে জানালো টিএমসিপি

শারদোৎসবে সান্তাক্লজের ছোঁয়া,শিবপুর কেন্দ্রে  বাড়ির দরজায় নতুন পোশাক রেখে এলেন টিমসিপি কর্মীরা

সোমবার মধ্যরাতে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি  সুপ্রভাত মশাটের উদ্যোগে এই অভিনব কর্মসূচি নেওয়া হয়। আর্থিকভাবে পিছিয়ে থাকা এমন মানুষদের বাড়ির দরজায়  সবার চোখের আড়ালেশারদীয়া উপলক্ষে বস্ত্র উপহার রেখে আসা হয়।সুপ্রভাত জানান, দল আছে বলেই আমরা আছি। আমরা কেউ দলের ঊর্ধ্বে নয়। তাই রাতের অন্ধকারে নিঃশব্দে এই কর্মসূচি পালন করলাম। ঘুম থেকে উঠে মানুষগুলো ঘরের দরজা খুলেই পুজোর উপহার পেয়ে হয়তো খুশি হবেন।