দেবশ্রী মজুমদার, রামপুরহাট: চেকপোষ্টে গাড়ি চেক করার সময় সিভিক পুলিশের সঙ্গে ড্রাইভারের সঙ্গে বচসার সময় সিভিক পুলিশকে মারধর। ঘটনার জেরে চারজন গ্রেপ্তার।
মঙ্গলবার সন্ধ্যার সময় বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার দুলআন্দি চেকপোষ্টে গাড়ি চেকিং করার
সময় এক ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয় মুরারই থানা সিভিক পুলিশের। পরে ড্রাইভার বাড়ি গিয়ে লোক নিয়ে এসে কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে। মুরারই থানা পুলিশ চার অভিযুক্তকে জনকে আটক করে। অভিযুক্তরা হলো হুমায়ুন মল্লিক, আতায়ুর মল্লিক, আব্দুল বাকী, সুখ মল্লিক। বুধবার তাদের কোর্টে পাঠায় মুরারই থানার পুলিশ।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সিভিক পুলিশের সঙ্গে ঝামেলা, গ্রেফতার চার
-
সুস্মিতা - আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
- 51
ট্যাগ :
Trouble with civic police
সর্বধিক পাঠিত


























