২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়ালদায় দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা, বিপর্যস্ত পরিষেবা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার
  • / 66

পুবের কলম, ওয়েবডেস্ক: শিয়ালদা স্টেশনে দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ। বুধবার একটি ফাঁকা ট্রেনে সঙ্গে একটি যাত্রীবাহি লোকাল ট্রেনের ধাক্কা লাগে। এই ঘটনায় কোনও হতা-হতের খবর না থাকলেও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। হয়রানির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। একটুর জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।  একাধিক স্ট্রেশনে পর পর  দাঁড়িয়ে একাধিক ট্রেন।  দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

ট্রেন যাত্রীদের অভিযোগ, কোনও ঘোষণা করা হচ্ছে না, ফলে তারা কিছুই বুঝতে পারছেন না। ট্রেন থামিয়ে দেওয়া হচ্ছে।  বহু যাত্রী বিধাননগর থেকে হেঁটে আসতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন: শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

ঘটনার সূত্রে জানা গেছে, এদিন দুপুরের দিকে শিয়ালদা-রানাঘাট লোকালটি ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেনটি যাত্রী ভর্তি ছিল।  অপর ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। কারশেডের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ফলে মাঝপথে থামানো হয় ট্রেনটিকে। ট্রেনের চালকের কামরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট গন্তব্যের বদলে মাঝখানেই নামতে হয়েছে যাত্রীদের। ৬ থেকে ৯ প্ল্যাটফর্মে বহু ট্রেনকে থামিয়ে রাখা হয়েছে। আপ -ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। এই দুর্ঘটনার ফলে সিগন্যালিং ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। দমদমে এসে বহু ট্রেনকে থামিয়ে দেওয়া হচ্ছে। ফলে বহু যাত্রীরাই পায়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন: শিয়ালদহের পর এবার হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে  পথসভা তৃণমূলের

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (পূর্ব রেল) একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। রেলের আধিকারিক, কর্মীরা সব ঘটনাস্থলে পৌঁছেছেন। এই দুর্ঘটনা সিগন্যাল বিভ্রাটের কারণে না ম্যান মেড তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: কর্নাটকে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, অল্পের জন্য রক্ষা মহিলা পাইলট সহ ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিয়ালদায় দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা, বিপর্যস্ত পরিষেবা

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: শিয়ালদা স্টেশনে দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ। বুধবার একটি ফাঁকা ট্রেনে সঙ্গে একটি যাত্রীবাহি লোকাল ট্রেনের ধাক্কা লাগে। এই ঘটনায় কোনও হতা-হতের খবর না থাকলেও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। হয়রানির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। একটুর জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।  একাধিক স্ট্রেশনে পর পর  দাঁড়িয়ে একাধিক ট্রেন।  দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।

ট্রেন যাত্রীদের অভিযোগ, কোনও ঘোষণা করা হচ্ছে না, ফলে তারা কিছুই বুঝতে পারছেন না। ট্রেন থামিয়ে দেওয়া হচ্ছে।  বহু যাত্রী বিধাননগর থেকে হেঁটে আসতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন: শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ

ঘটনার সূত্রে জানা গেছে, এদিন দুপুরের দিকে শিয়ালদা-রানাঘাট লোকালটি ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেনটি যাত্রী ভর্তি ছিল।  অপর ট্রেনটি ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। কারশেডের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার ফলে মাঝপথে থামানো হয় ট্রেনটিকে। ট্রেনের চালকের কামরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট গন্তব্যের বদলে মাঝখানেই নামতে হয়েছে যাত্রীদের। ৬ থেকে ৯ প্ল্যাটফর্মে বহু ট্রেনকে থামিয়ে রাখা হয়েছে। আপ -ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। এই দুর্ঘটনার ফলে সিগন্যালিং ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। দমদমে এসে বহু ট্রেনকে থামিয়ে দেওয়া হচ্ছে। ফলে বহু যাত্রীরাই পায়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন: শিয়ালদহের পর এবার হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে  পথসভা তৃণমূলের

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (পূর্ব রেল) একলব্য চক্রবর্তী জানিয়েছেন, সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। রেলের আধিকারিক, কর্মীরা সব ঘটনাস্থলে পৌঁছেছেন। এই দুর্ঘটনা সিগন্যাল বিভ্রাটের কারণে না ম্যান মেড তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: কর্নাটকে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, অল্পের জন্য রক্ষা মহিলা পাইলট সহ ২