০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে নীল ছবি দেখে বোনকে ধর্ষণ দাদার

ইমামা খাতুন
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার
  • / 67

পুবের কলম,ওয়েবডেস্ক:  পর্ন দেখার ভয়াবহ পরিণতি। নীল ছবি দেখে নিজের বোনকে ধর্ষণ দাদার। শুধু তাই নয়, নিজের কুকর্মের কথা ঢাকতে বোন’কে শ্বাসরোধ করে খুন করে যুবক। কদর্য ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাশগঞ্জে। গত শনিবার ঘটনাটি ঘটলেও সম্প্রতি এটি প্রকাশ পেয়েছে।

 

আরও পড়ুন: Ghazwa-e-Hind: ‘গজওয়া-এ-হিন্দ’ নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর হুঁশিয়ারি

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সঞ্জুর বয়স ১৯ বছর। বোনের বয়স ১৭। ঘটনার দিন তাদের মা বাড়িতে ছিলেন না। আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।  রাতে সঞ্জুর পাশেই ঘুমিয়েছিল নাবালিকা। সেই সময় মোবাইলে অ্যাডাল্ট ভিডিয়ো দেখে বোনের উপর  অকথ্য শারীরিক অত্যাচার চালায় সঞ্জু। বোন বাড়ির লোককে তার কুকীর্তির কথা জানিয়ে দিতে পারে।  এই ভয়ে বোনকে শ্বাসরোধ করে খুন করে সে । তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরের দিন  ভাইজীর  এমন  অবস্থা দেখে  কাকা রাধেশ্যাম  পুলিশে অভিযোগ জানায়। এরপরই শুরু হয় তল্লাশি। সোমবার সঞ্জুকে গ্রেফতার করা হয়। জেরায় নিজের কুকর্মের কথা স্বীকার করে ধৃত। পুলিস  তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। কাশগঞ্জের এসপি জানিয়েছেন, ধৃতের মোবাইলে একাধিক পর্ন ভিডিয়ো রয়েছে।

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

 

আরও পড়ুন: ১০৫ প্রাথমিক স্কুল বন্ধ যোগীর সিদ্ধান্তে, শীর্ষ কোর্টে সাংসদ

[ আরও পড়ুন: যোগী রাজ্যে ফের নারী নির্যাতনের ঘটনা, দলিত নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ ]

 

পর্নোগ্রাফি এখন যেন আর লুকোছাপার বা ছিছিক্কারের ব্যাপার নয়। পর্ন দেখা নিয়ে এখন অনেক খোলামেলা হয়েছে সমাজ। এমনকি বহুক্ষেত্রে সম্পর্কে অতৃপ্তি থাকলে বা সঙ্গী না থাকলে, পর্নকেই হাতিয়ার করার পরামর্শ দিচ্ছেন মনোবিদরাও। কীভাবে কতটা পর্ন দেখলে তা যৌনস্বাস্থ্যের জন্য উপযোগী, তারও ব্যাখ্যা রয়েছে নানা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে নীল ছবি দেখে বোনকে ধর্ষণ দাদার

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক:  পর্ন দেখার ভয়াবহ পরিণতি। নীল ছবি দেখে নিজের বোনকে ধর্ষণ দাদার। শুধু তাই নয়, নিজের কুকর্মের কথা ঢাকতে বোন’কে শ্বাসরোধ করে খুন করে যুবক। কদর্য ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কাশগঞ্জে। গত শনিবার ঘটনাটি ঘটলেও সম্প্রতি এটি প্রকাশ পেয়েছে।

 

আরও পড়ুন: Ghazwa-e-Hind: ‘গজওয়া-এ-হিন্দ’ নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর হুঁশিয়ারি

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সঞ্জুর বয়স ১৯ বছর। বোনের বয়স ১৭। ঘটনার দিন তাদের মা বাড়িতে ছিলেন না। আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।  রাতে সঞ্জুর পাশেই ঘুমিয়েছিল নাবালিকা। সেই সময় মোবাইলে অ্যাডাল্ট ভিডিয়ো দেখে বোনের উপর  অকথ্য শারীরিক অত্যাচার চালায় সঞ্জু। বোন বাড়ির লোককে তার কুকীর্তির কথা জানিয়ে দিতে পারে।  এই ভয়ে বোনকে শ্বাসরোধ করে খুন করে সে । তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরের দিন  ভাইজীর  এমন  অবস্থা দেখে  কাকা রাধেশ্যাম  পুলিশে অভিযোগ জানায়। এরপরই শুরু হয় তল্লাশি। সোমবার সঞ্জুকে গ্রেফতার করা হয়। জেরায় নিজের কুকর্মের কথা স্বীকার করে ধৃত। পুলিস  তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। কাশগঞ্জের এসপি জানিয়েছেন, ধৃতের মোবাইলে একাধিক পর্ন ভিডিয়ো রয়েছে।

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

 

আরও পড়ুন: ১০৫ প্রাথমিক স্কুল বন্ধ যোগীর সিদ্ধান্তে, শীর্ষ কোর্টে সাংসদ

[ আরও পড়ুন: যোগী রাজ্যে ফের নারী নির্যাতনের ঘটনা, দলিত নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ ]

 

পর্নোগ্রাফি এখন যেন আর লুকোছাপার বা ছিছিক্কারের ব্যাপার নয়। পর্ন দেখা নিয়ে এখন অনেক খোলামেলা হয়েছে সমাজ। এমনকি বহুক্ষেত্রে সম্পর্কে অতৃপ্তি থাকলে বা সঙ্গী না থাকলে, পর্নকেই হাতিয়ার করার পরামর্শ দিচ্ছেন মনোবিদরাও। কীভাবে কতটা পর্ন দেখলে তা যৌনস্বাস্থ্যের জন্য উপযোগী, তারও ব্যাখ্যা রয়েছে নানা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায়।