০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মনিকা-সাথিয়ান জুটির বিশ্বজয়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্ক ঃ বুদাপেস্টে বিশ্ব  টেবিল টেনিসের মিক্সড ডাবলসের খেতাব জিতলেন ভারতের জ্ঞানশেখরণ সাথিয়ান ও মনিকা বাত্রা। ফাইনালে তারা ১১-৯, ৯-১১, ১২-১০, ১১-৬ ফলে হারিয়ে দিলেন হাঙ্গেরির নেনডর এসেকি ও ডোরা মদারসজকে। অলিম্পিকে পদকজয় থেকে দূরেই রয়ে গিয়েছিলেন মনিকা বাত্রা । কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে সাথিয়ানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মনিকা। উল্লেখ্য সেমিফাইনালে তারা বেলারুশের আলেকজান্ডার খানিন ও দারিয়া ট্রিগোলোস্কে স্ট্রেট সেটে ১১-৬, ১১-৫, ১১-৪ ফলে হারিয়ে ফাইনালে উঠে ছিলেন মনিকা সাথিয়ান জুটি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মনিকা-সাথিয়ান জুটির বিশ্বজয়

আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক ঃ বুদাপেস্টে বিশ্ব  টেবিল টেনিসের মিক্সড ডাবলসের খেতাব জিতলেন ভারতের জ্ঞানশেখরণ সাথিয়ান ও মনিকা বাত্রা। ফাইনালে তারা ১১-৯, ৯-১১, ১২-১০, ১১-৬ ফলে হারিয়ে দিলেন হাঙ্গেরির নেনডর এসেকি ও ডোরা মদারসজকে। অলিম্পিকে পদকজয় থেকে দূরেই রয়ে গিয়েছিলেন মনিকা বাত্রা । কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে সাথিয়ানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন মনিকা। উল্লেখ্য সেমিফাইনালে তারা বেলারুশের আলেকজান্ডার খানিন ও দারিয়া ট্রিগোলোস্কে স্ট্রেট সেটে ১১-৬, ১১-৫, ১১-৪ ফলে হারিয়ে ফাইনালে উঠে ছিলেন মনিকা সাথিয়ান জুটি।