০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আপনার থানা আপনার পাড়ায় প্রকল্পের সূচনা বুজুং গ্রামে

সুস্মিতা
  • আপডেট : ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 16

  
দেবশ্রী মজুমদার,নলহাটি, ২৯ জুলাইঃ রাজ্য প্রশাসনকে আরও মানবিক ও মানুষের কাছে নিয়ে যেতে রাজ্য সরকারের  আপনার থানা আপনার পাড়ায় প্রকল্পের সূচনা শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে  নলহাটি থানার পক্ষ থেকে  বীরভূমের বড়লা পঞ্চায়েত বুজুং গ্রামের অনুষ্ঠিত হয় এই প্রকল্পের শুভারম্ভ। জানা গেছে,  পঞ্চায়েত থেকে নলহাটি থানার দূরত্ব বেশি। এই  সব এলাকার মানুষ অনেক সময় দূরত্বের কারণে নলহাটি থানা যেতে চায় না। এবার থেকে সেই অসুবিধা দূর করতে তাদের জন্য  এলাকায় একটি অভিযোগ বক্স রাখা থাকবে। সেই বক্সে অভিযোগ জমা করলে সমাধান মিলবে। সেই সব অভিযোগ নিয়ে মাসে একবার থানার আধিকারিকরা গিয়ে সমাধান করার চেষ্টা করবে। আজ এই অনুষ্ঠানে এলাকার কৃষক, স্বাস্থ্য কর্মী দের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এলাকার আদিবাসী মহিলাদের বস্ত্র দেওয়া হয়। এছাড়া এই অনুষ্ঠানে হারিয়ে যাওযা় মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেওয়া  হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শায়ন আহমেদ , নলহাটি বিধান সভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, নলহাটি থানার আধিকারিক তপাই বিশ্বাস সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপনার থানা আপনার পাড়ায় প্রকল্পের সূচনা বুজুং গ্রামে

আপডেট : ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার

  
দেবশ্রী মজুমদার,নলহাটি, ২৯ জুলাইঃ রাজ্য প্রশাসনকে আরও মানবিক ও মানুষের কাছে নিয়ে যেতে রাজ্য সরকারের  আপনার থানা আপনার পাড়ায় প্রকল্পের সূচনা শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে। বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে  নলহাটি থানার পক্ষ থেকে  বীরভূমের বড়লা পঞ্চায়েত বুজুং গ্রামের অনুষ্ঠিত হয় এই প্রকল্পের শুভারম্ভ। জানা গেছে,  পঞ্চায়েত থেকে নলহাটি থানার দূরত্ব বেশি। এই  সব এলাকার মানুষ অনেক সময় দূরত্বের কারণে নলহাটি থানা যেতে চায় না। এবার থেকে সেই অসুবিধা দূর করতে তাদের জন্য  এলাকায় একটি অভিযোগ বক্স রাখা থাকবে। সেই বক্সে অভিযোগ জমা করলে সমাধান মিলবে। সেই সব অভিযোগ নিয়ে মাসে একবার থানার আধিকারিকরা গিয়ে সমাধান করার চেষ্টা করবে। আজ এই অনুষ্ঠানে এলাকার কৃষক, স্বাস্থ্য কর্মী দের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি এলাকার আদিবাসী মহিলাদের বস্ত্র দেওয়া হয়। এছাড়া এই অনুষ্ঠানে হারিয়ে যাওযা় মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেওয়া  হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শায়ন আহমেদ , নলহাটি বিধান সভার বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং, নলহাটি থানার আধিকারিক তপাই বিশ্বাস সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।