সানা, ২৫ মে: ইয়েমেনের ইসলামি প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর যোদ্ধারা লোহতি সাগর, ভূমধ্যসাগর এবং আরব সাগরে ভাসমান তিনটি জাহাজে হামলা চালয়িছে। আনসারুল্লাহর সামরকি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করনে। জানা যায়, লোহতি সাগরে ইয়ানসি জাহাজ ভূমধ্যসাগররে এসেক্স এবং আরব সাগরে ভাসমান এমএসসি আলকেজান্দ্রাকে লক্ষ্যবস্তু করেছে আনসারুল্লাহ। এ জাহাজগুলির প্রতিটিই ইসরাইলের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত। শুক্রবার ইউএস সন্ট্রোল কমান্ড জানায়, আনসারুল্লাহর যোদ্ধারা লোহতি সাগরে দুটি অ্যান্টঙ্মিশিপ ব্যালস্টিকি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে করেছে। এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। চলতি মাসের শুরুর দিকে ইয়েমেনে আনসারুল্লাহর নেতা আবদুল মালকি আলঙ্মহুথি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইসরাইলি বন্দরে আসা সব জাহাজে আক্রমণ চালানো হবে।
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৩ জাহাজে হামলা চালাল আনসারুল্লাহ
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৫ মে ২০২৪, শনিবার
- 81
ট্যাগ :
Ansarullah attacked 3 ships
সর্বধিক পাঠিত






























