০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘আদিপুরুষের গোটা টিমকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পোড়ানো উচিৎ,’ বিস্ফোরক অভিনেতা মুকেশ খান্না

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুন ২০২৩, বুধবার
  • / 37

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘পুড়িয়ে দেওয়া উচিৎ আদিপুরুষ সিনেমার গোটা দলকে’ বিস্ফোরক অভিনেতা মুকেশ খান্না ওরফে মহাভারত মেগা সিরিয়ালের ‘ভীষ্ম পিতামহ’। ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে গোটা দেশ যখন বিক্ষোভের আঁচে পুড়ছে, দিকে দিকে যখন এই সিনেমাকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে ঠিক তখনই গর্জে উঠলেন সিনে দুনিয়ার বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। আদিপুরুষ নিয়ে অভিনেতা মুকেশ খান্নার বিস্ফোরক মন্তব্য, আদিপুরুষের গোটা টিমকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পোড়ানো উচিৎ।

অভিনেতা আদিপুরুষ’–এর নির্মাতাদের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, কে তাদের (হিন্দু) আমাদের ধর্মগ্রন্থকে অপমান করার অধিকার দিয়েছে? একই সঙ্গে ছবিতে ব্যবহৃত পোশাক ও সংলাপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অভিনেতা বলেন, রামায়ণের সঙ্গে মজা করা হয়েছে। কে তাদের এই ভাবে অবমাননা করার অধিকার দিঞ? আমি বলেছি যে ওরা কেউ রামায়ণ পড়েনি। যারা জানেও না রাবণ কোণ বর পেয়েছিলেন। রাবণকে আশীর্বাদ করেছিলেন শিব, এখানে হিরণ্যকাশপ দিলেন। ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা বলেন, যাদের কোনও জ্ঞান নেই, তারা কেন এত বড় বড় কথা বলছে। এদের ক্ষমা করা উচিৎ নয়। আমি আমার চ্যানেলে এই সিনেমাটি দেখেছি। একদম জঘন্য! আদিপুরুষের গোটা দলকে দাঁড় করিয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পুড়িয়ে মারা উচিৎ।

আরও পড়ুন: পোড়া হাটের ব্যবসায়ীদের হাটেই পুনর্বাসন সহ ক্ষতিপূরণের দাবি সেলিমের  

মুকেশ খান্না তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, আমি ভেবেছিলাম এত কিছু হওয়ার পর তারা লজ্জায় মুখ লুকিয়ে রাখবে। কিন্তু তারা বলছে যে, আমরা এটি সনাতন ধর্মের জন্য তৈরি করছি। আরে, আপনার সনাতন ধর্ম কি আমাদের থেকে আলাদা? তারা বলে যে, বাল্মীকি জির সংস্করণ ছিল, তারপর তুলসীদাস জির সংস্করণ ছিল, এটি আমাদের সংস্করণ।” আপনি কি বাল্মীকিজি’র উপরে, যে আপনার নিজস্ব সংস্করণ তৈরি করবেন এবং শিশুদেরকে পুরানো ঐতিহ্য ভুলে যেতে বলবেন? হিন্দু ধর্ম নিয়ে ঠাট্টা করতে আমার বড় আপত্তি আছে।

আরও পড়ুন: খড়গপুর আইআইটিতে আগুন, পুড়ে ছাই কমন রুম

 

আরও পড়ুন: আদিপুরুষ নিষিদ্ধ ঘোষণার দাবিতে মুর্দাবাদ স্লোগান, সব হিন্দি ছবির মুক্তি বন্ধ সীতার জন্মভূমি নেপালে



                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আদিপুরুষের গোটা টিমকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পোড়ানো উচিৎ,’ বিস্ফোরক অভিনেতা মুকেশ খান্না

আপডেট : ২১ জুন ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘পুড়িয়ে দেওয়া উচিৎ আদিপুরুষ সিনেমার গোটা দলকে’ বিস্ফোরক অভিনেতা মুকেশ খান্না ওরফে মহাভারত মেগা সিরিয়ালের ‘ভীষ্ম পিতামহ’। ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে গোটা দেশ যখন বিক্ষোভের আঁচে পুড়ছে, দিকে দিকে যখন এই সিনেমাকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠেছে ঠিক তখনই গর্জে উঠলেন সিনে দুনিয়ার বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না। আদিপুরুষ নিয়ে অভিনেতা মুকেশ খান্নার বিস্ফোরক মন্তব্য, আদিপুরুষের গোটা টিমকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পোড়ানো উচিৎ।

অভিনেতা আদিপুরুষ’–এর নির্মাতাদের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, কে তাদের (হিন্দু) আমাদের ধর্মগ্রন্থকে অপমান করার অধিকার দিয়েছে? একই সঙ্গে ছবিতে ব্যবহৃত পোশাক ও সংলাপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অভিনেতা বলেন, রামায়ণের সঙ্গে মজা করা হয়েছে। কে তাদের এই ভাবে অবমাননা করার অধিকার দিঞ? আমি বলেছি যে ওরা কেউ রামায়ণ পড়েনি। যারা জানেও না রাবণ কোণ বর পেয়েছিলেন। রাবণকে আশীর্বাদ করেছিলেন শিব, এখানে হিরণ্যকাশপ দিলেন। ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা বলেন, যাদের কোনও জ্ঞান নেই, তারা কেন এত বড় বড় কথা বলছে। এদের ক্ষমা করা উচিৎ নয়। আমি আমার চ্যানেলে এই সিনেমাটি দেখেছি। একদম জঘন্য! আদিপুরুষের গোটা দলকে দাঁড় করিয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পুড়িয়ে মারা উচিৎ।

আরও পড়ুন: পোড়া হাটের ব্যবসায়ীদের হাটেই পুনর্বাসন সহ ক্ষতিপূরণের দাবি সেলিমের  

মুকেশ খান্না তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, আমি ভেবেছিলাম এত কিছু হওয়ার পর তারা লজ্জায় মুখ লুকিয়ে রাখবে। কিন্তু তারা বলছে যে, আমরা এটি সনাতন ধর্মের জন্য তৈরি করছি। আরে, আপনার সনাতন ধর্ম কি আমাদের থেকে আলাদা? তারা বলে যে, বাল্মীকি জির সংস্করণ ছিল, তারপর তুলসীদাস জির সংস্করণ ছিল, এটি আমাদের সংস্করণ।” আপনি কি বাল্মীকিজি’র উপরে, যে আপনার নিজস্ব সংস্করণ তৈরি করবেন এবং শিশুদেরকে পুরানো ঐতিহ্য ভুলে যেতে বলবেন? হিন্দু ধর্ম নিয়ে ঠাট্টা করতে আমার বড় আপত্তি আছে।

আরও পড়ুন: খড়গপুর আইআইটিতে আগুন, পুড়ে ছাই কমন রুম

 

আরও পড়ুন: আদিপুরুষ নিষিদ্ধ ঘোষণার দাবিতে মুর্দাবাদ স্লোগান, সব হিন্দি ছবির মুক্তি বন্ধ সীতার জন্মভূমি নেপালে