০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
আফগানিস্তান, খুলছে ছাত্রী স্কুল

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ১৯ মার্চ ২০২২, শনিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানে আগামী সপ্তাহ থেকে মেয়ে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মাধ্যমিকের স্কুল। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমেদ রায়ান জানিয়েছেন, সব ছেলেমেয়ের জন্য সবগুলো স্কুল খুলে দেওয়া হচ্ছে। তবে মেয়েদের ক্ষেত্রে কিছু শর্ত আছে বলেও জানান তিনি। মেয়েদের আলাদাভাবে পড়ানো হবে এবং নারী শিক্ষকরাই তাদের পড়াবেন।
তবে প্রান্তিক এলাকাগুলোতে যেখানে নারী শিক্ষকের ঘাটতি আছে, সেখানে বয়স্ক পুরুষ শিক্ষকদেরকে পড়ানোর অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি। চলতি বছর থেকে আর কোনও স্কুল বন্ধ থাকবে না। যদি কোনও স্কুল বন্ধ থাকে তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে সেটি চালু করা।