১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাসন্তীতে প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি!

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার
  • / 9

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বাসন্তী : বাসন্তীতে প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাসন্তীর পালবাড়ি এলাকায় প্রভাকর মণ্ডল নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা গুলি ছোড়ে। যদিও তাঁর গায়ে গুলি লাগেনি।

 

আর এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই যুবক। শুট আউটের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনার পরেই বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রভাকর। তিনি জানান, শুক্রবার সন্ধেবেলায় মোটরবাইকে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন।

 

সেই সময় আচমকাই বাইক আরোহী দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। যদিও সেই গুলি তাঁর গায়ে লাগেনি।

 

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনও গুলির খোল বা আগ্নেয়াস্ত্র খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা আদৌ গুলির আওয়াজ শুনেছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটরবাইকের সাইলেন্সার ফাটার আওয়াজকে গুলির শব্দ মনে হতে পারে প্রভাকরের। অনেক সময়ই সাইলেন্সার বিহীন বাইকের তীব্র আওয়াজকে গুলি চলার বিকট শব্দ বলে মনে হয়। এই ক্ষেত্রেও তেমন হয়ে থাকতে পারে। তবুও পুলিশের তরফে সমস্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।যদিও এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজন ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাসন্তীতে প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি!

আপডেট : ১৯ জুলাই ২০২৫, শনিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বাসন্তী : বাসন্তীতে প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে বাসন্তীর পালবাড়ি এলাকায় প্রভাকর মণ্ডল নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা গুলি ছোড়ে। যদিও তাঁর গায়ে গুলি লাগেনি।

 

আর এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই যুবক। শুট আউটের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই ঘটনার পরেই বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রভাকর। তিনি জানান, শুক্রবার সন্ধেবেলায় মোটরবাইকে চড়ে তিনি বাড়ি ফিরছিলেন।

 

সেই সময় আচমকাই বাইক আরোহী দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। যদিও সেই গুলি তাঁর গায়ে লাগেনি।

 

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কোনও গুলির খোল বা আগ্নেয়াস্ত্র খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা আদৌ গুলির আওয়াজ শুনেছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মোটরবাইকের সাইলেন্সার ফাটার আওয়াজকে গুলির শব্দ মনে হতে পারে প্রভাকরের। অনেক সময়ই সাইলেন্সার বিহীন বাইকের তীব্র আওয়াজকে গুলি চলার বিকট শব্দ বলে মনে হয়। এই ক্ষেত্রেও তেমন হয়ে থাকতে পারে। তবুও পুলিশের তরফে সমস্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।যদিও এখনও পর্যন্ত কোনও সন্দেহভাজন ব্যক্তিকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ।