০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সম্মেলন বন্ধ করা নিয়ে এপিডিআর-এর প্রতিবাদ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার
  • / 54

পুবের কলম প্রতিবেদক­ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর-এর কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল ২৩ ও ২৪ অক্টোবর। সেইভাবে প্রস্তুতিও চলছিল জোরকদমে। তবে শেষ মুহূর্তে সভা বাতিল করতে হবে বলে জানিয়ে দেয় পুলিশ। এ নিয়েই প্রতিবাদে সরব হয়েছে এপিডিআর। শেওড়াফুলি রেল স্টেশন পাশে শনিবার জমায়েত হয়ে বিক্ষোভ দেখান সংগঠনের নেতৃত্ব। আরও কয়েক জায়গায় এ নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

জানা গিয়েছে– এপিডিআর-এর ২৮তম কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল। পুলিশ তা বাতিল করতে বলেছে। এপিডিআর এই ঘটনায় প্রশাসনিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। প্রতিবাদ করে সংগঠনের তরফে ধীরাজ সেনগুপ্ত বিবৃতি দিয়ে বলেন– জেলা প্রশাসনসহ আঞ্চলিক থানাকে জানানো হয়েছিল ১ অক্টোবর। এতদিন তারা কিছু জানায়নি— সম্মেলনের ঠিক একদিন আগে তারা তাদের নিষেধাজ্ঞার কথা বলে। যে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তার কর্তৃপক্ষের লিখিত অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ অনড় থেকেছে। তিনি অভিযোগ করেন– শাসকদলের কর্মসূচি পালনে পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদির দাবি করে না।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

ধীরাজ  সেনগুপ্ত আরও বলেন– করোনা মোকাবিলায় এখনও রাজ্য সরকারের অনেক অযৌক্তিক পদক্ষেপ ও বিধিনিষেধের বলি হচ্ছে নাগরিকদের স্বাভাবিক অধিকারগুলি— এপিডিআর সম্মেলন বন্ধ করা তারই একটি ঘটনা। এপিডিআর এই ধরণের অপচেষ্টা এবং অস্বচ্ছ প্রশাসনিক আচরণ ও কাজকর্মের সাধ্যমত বিরোধিতা করেছে এবং করে যাবে।

আরও পড়ুন: নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি 

আরও পড়ুন: রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে পথে মানবাধিকার সংগঠন এপিডিআর

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সম্মেলন বন্ধ করা নিয়ে এপিডিআর-এর প্রতিবাদ

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম প্রতিবেদক­ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এপিডিআর-এর কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল ২৩ ও ২৪ অক্টোবর। সেইভাবে প্রস্তুতিও চলছিল জোরকদমে। তবে শেষ মুহূর্তে সভা বাতিল করতে হবে বলে জানিয়ে দেয় পুলিশ। এ নিয়েই প্রতিবাদে সরব হয়েছে এপিডিআর। শেওড়াফুলি রেল স্টেশন পাশে শনিবার জমায়েত হয়ে বিক্ষোভ দেখান সংগঠনের নেতৃত্ব। আরও কয়েক জায়গায় এ নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানিয়েছে সংগঠনের নেতারা।

জানা গিয়েছে– এপিডিআর-এর ২৮তম কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল। পুলিশ তা বাতিল করতে বলেছে। এপিডিআর এই ঘটনায় প্রশাসনিক ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। প্রতিবাদ করে সংগঠনের তরফে ধীরাজ সেনগুপ্ত বিবৃতি দিয়ে বলেন– জেলা প্রশাসনসহ আঞ্চলিক থানাকে জানানো হয়েছিল ১ অক্টোবর। এতদিন তারা কিছু জানায়নি— সম্মেলনের ঠিক একদিন আগে তারা তাদের নিষেধাজ্ঞার কথা বলে। যে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তার কর্তৃপক্ষের লিখিত অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ অনড় থেকেছে। তিনি অভিযোগ করেন– শাসকদলের কর্মসূচি পালনে পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদির দাবি করে না।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

ধীরাজ  সেনগুপ্ত আরও বলেন– করোনা মোকাবিলায় এখনও রাজ্য সরকারের অনেক অযৌক্তিক পদক্ষেপ ও বিধিনিষেধের বলি হচ্ছে নাগরিকদের স্বাভাবিক অধিকারগুলি— এপিডিআর সম্মেলন বন্ধ করা তারই একটি ঘটনা। এপিডিআর এই ধরণের অপচেষ্টা এবং অস্বচ্ছ প্রশাসনিক আচরণ ও কাজকর্মের সাধ্যমত বিরোধিতা করেছে এবং করে যাবে।

আরও পড়ুন: নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি 

আরও পড়ুন: রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিবাদে পথে মানবাধিকার সংগঠন এপিডিআর