০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১৯,আহত ৩২

পুবের কলম
  • আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
  • / 48

পুবের কলম ওয়েবডেস্কঃ মেক্সিকোতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

আহত হয়েছেন আরও ৩২ জন। মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জোকিসিংগো শহরের একটি জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মার্কিন পণ্যে পালটা শুল্ক চিন ও কানাডার

সেই দেশের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুই শিশুসহ আহত ছয়জনকে তলুকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। তাদের কারও কারও হাড় ভেঙে গেছে, কেউ এখনও ট্রমার মধ্যে আছেন।

আরও পড়ুন: চিনা পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের

বাসটি ছিল পর্যটন সংস্থা তেজেদা টুরিস্মোর এবং এটি সাহুয়ায়ো মিচোয়াকান শহর থেকে সান্তুরিও ডেল সিনোর ডে চালমার দিকে যাচ্ছিল। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। মেক্সিকোতে ১২ ডিসেম্বর গুয়াডালুপের ভার্জিন দিবসের আগে বহু মানুষ ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়

মেক্সিকোর গভর্নর আলফ্রেড ডেল মাজো নিহতদের পরিবারবর্গকে গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসায় সবরকম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১৯,আহত ৩২

আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মেক্সিকোতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

আহত হয়েছেন আরও ৩২ জন। মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জোকিসিংগো শহরের একটি জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মার্কিন পণ্যে পালটা শুল্ক চিন ও কানাডার

সেই দেশের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দুই শিশুসহ আহত ছয়জনকে তলুকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। তাদের কারও কারও হাড় ভেঙে গেছে, কেউ এখনও ট্রমার মধ্যে আছেন।

আরও পড়ুন: চিনা পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক ট্রাম্পের

বাসটি ছিল পর্যটন সংস্থা তেজেদা টুরিস্মোর এবং এটি সাহুয়ায়ো মিচোয়াকান শহর থেকে সান্তুরিও ডেল সিনোর ডে চালমার দিকে যাচ্ছিল। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। মেক্সিকোতে ১২ ডিসেম্বর গুয়াডালুপের ভার্জিন দিবসের আগে বহু মানুষ ধর্মীয় তীর্থযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা হাওড়ায়

মেক্সিকোর গভর্নর আলফ্রেড ডেল মাজো নিহতদের পরিবারবর্গকে গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসায় সবরকম বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন।