০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামেরুনে বিস্ফোরণ নিহত ১৭

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 32

পুবের কলম ওয়েবডেস্কঃ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে এক অগ্নিকাণ্ড এবং তার  ফলে ঘটা বিস্ফোরণে নিহত হয়েছেন ১৭ জন। এখন নিহতদের নাম ও জাতীয়তা খুঁজে বের  করতে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। জনপ্রিয়  এক নাইট ক্লাবে ঘটা বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়েছেন। রবিবার সকালে  ক্যামেরুনের সরকারি কর্মকর্তাসহ শত শত মানুষ ইয়াউন্ডের দুর্ঘটনাস্থল বাস্তোসে উপস্থিত হয়   দমকলকর্মী– পুলিশ ও স্থানীয়রা সম্মিলিতভাবে আহতদের সন্ধান শুরু করে। অসামরিক নাগরিকদের মধ্যে ২৭ বছর বয়সী গুস্তাভ লেমেলুও   বলেছেন– অসামরিক  লোকজন এবং  ক্যামেরুনের ফায়ার ব্রিগেড অন্তত ৪০ জনের  জীবন বাঁচিয়েছে।

 

আরও পড়ুন: ব্রাজিলের হারের ম্যাচে নজির ক্যামেরুনের আবু বকরের

তিনি বলেন– আহত ও   নিহতদের নাম এবং জাতীয়তা জানা কঠিন– কারণ লিভস নাইটক্লাবে ঢোকার জন্য কাউকে  কোনও পরিচয়পত্র দেখাতে হয় না। লেমেলু বলেন–  তিনি নিশ্চিত যে আক্রান্তদের মধ্যে চলমান আফ্রিকান কাপ অফ নেশন্সের জন্য ক্যামেরুনে আসা লোকজনও রয়েছে। দুর্ঘটনার পর এক  বিবৃতিতে সরকার জানায়– নাইটক্লাবের আগুন পাশের একটি রান্নার গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে। সেখান থাকা ছয়টি গ্যাস ক্যানিস্টারের  বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ক্যামেরুনের জনস্বাস্থ্যমন্ত্রী মানাউদা মালাচি বলেছেন– দুর্ঘটনাটি ঘটার পরই তা প্রেসিডেন্ট পল বিয়াকে জানানো হয়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যামেরুনে বিস্ফোরণ নিহত ১৭

আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে এক অগ্নিকাণ্ড এবং তার  ফলে ঘটা বিস্ফোরণে নিহত হয়েছেন ১৭ জন। এখন নিহতদের নাম ও জাতীয়তা খুঁজে বের  করতে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। জনপ্রিয়  এক নাইট ক্লাবে ঘটা বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়েছেন। রবিবার সকালে  ক্যামেরুনের সরকারি কর্মকর্তাসহ শত শত মানুষ ইয়াউন্ডের দুর্ঘটনাস্থল বাস্তোসে উপস্থিত হয়   দমকলকর্মী– পুলিশ ও স্থানীয়রা সম্মিলিতভাবে আহতদের সন্ধান শুরু করে। অসামরিক নাগরিকদের মধ্যে ২৭ বছর বয়সী গুস্তাভ লেমেলুও   বলেছেন– অসামরিক  লোকজন এবং  ক্যামেরুনের ফায়ার ব্রিগেড অন্তত ৪০ জনের  জীবন বাঁচিয়েছে।

 

আরও পড়ুন: ব্রাজিলের হারের ম্যাচে নজির ক্যামেরুনের আবু বকরের

তিনি বলেন– আহত ও   নিহতদের নাম এবং জাতীয়তা জানা কঠিন– কারণ লিভস নাইটক্লাবে ঢোকার জন্য কাউকে  কোনও পরিচয়পত্র দেখাতে হয় না। লেমেলু বলেন–  তিনি নিশ্চিত যে আক্রান্তদের মধ্যে চলমান আফ্রিকান কাপ অফ নেশন্সের জন্য ক্যামেরুনে আসা লোকজনও রয়েছে। দুর্ঘটনার পর এক  বিবৃতিতে সরকার জানায়– নাইটক্লাবের আগুন পাশের একটি রান্নার গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে। সেখান থাকা ছয়টি গ্যাস ক্যানিস্টারের  বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  ক্যামেরুনের জনস্বাস্থ্যমন্ত্রী মানাউদা মালাচি বলেছেন– দুর্ঘটনাটি ঘটার পরই তা প্রেসিডেন্ট পল বিয়াকে জানানো হয়