১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৪১-এ পা ধোনির, মাঝরাতে কেক কেটে সেলিব্রেশন, ক্যাপ্টেন কুলের জন্মদিনে মজেছেন ভক্তরাও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্কঃ  ৪০ পার করে ৪১-এ পা দিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডে মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন ধোনি। সঙ্গে ছিলেন যোগ্য উত্তরসূরী ঋষভ পন্থ। মাত্র কয়েকদিন আগেই এই পন্থই ভেঙেছেন ধোনির রেকর্ড।কেক কাটার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনির স্ত্রী সাক্ষী। ৪১ তম জন্মদিনে মাহির অনুরাগীরা ৪১ফুট লম্বা কাটআউট বানিয়ে প্রিয় ক্রিকেটারের জন্মদিন উদযাপন করছেন।

৪১-এ পা ধোনির, মাঝরাতে কেক কেটে সেলিব্রেশন, ক্যাপ্টেন কুলের জন্মদিনে মজেছেন ভক্তরাও

আরও পড়ুন: বিরাট নটআউট ৩৪, ড্রেসিংরুমে কেক কেটে সেলিব্রেশন সতীর্থদের   দেখুন ভিডিও

জন্মদিনের ঠিক আগেই উইম্বলডনের ম্যাচ দেখতে যান ধোনি। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছি লেন ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি সুনীল গাভাসকর। সেই ছবি পোস্ট করা হয় উইম্বলডনের টুইটার হ্যান্ডেলে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়, “ভারতীয় আইকন উইম্বলডন ম্যাচ দেখছেন।”

মধ্যরাতে ধোনির জ ন্মদিনের পরিকল্পনা করেন সাক্ষী । সেইমত মাঝরাতে কাটা হয় কেক।২০১১ সালের বিশ্বকাপ জয়ের সেই অমর হেলিকপ্টার শট মারার ভঙ্গিতেই বানানো হয়েছে এই কাট আউটটি। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সেই কাট আউটের ছবি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও, ভক্তদের কাছে মাহি ম্যাজিক আজও অমলিন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪১-এ পা ধোনির, মাঝরাতে কেক কেটে সেলিব্রেশন, ক্যাপ্টেন কুলের জন্মদিনে মজেছেন ভক্তরাও

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ  ৪০ পার করে ৪১-এ পা দিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডে মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন ধোনি। সঙ্গে ছিলেন যোগ্য উত্তরসূরী ঋষভ পন্থ। মাত্র কয়েকদিন আগেই এই পন্থই ভেঙেছেন ধোনির রেকর্ড।কেক কাটার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ধোনির স্ত্রী সাক্ষী। ৪১ তম জন্মদিনে মাহির অনুরাগীরা ৪১ফুট লম্বা কাটআউট বানিয়ে প্রিয় ক্রিকেটারের জন্মদিন উদযাপন করছেন।

৪১-এ পা ধোনির, মাঝরাতে কেক কেটে সেলিব্রেশন, ক্যাপ্টেন কুলের জন্মদিনে মজেছেন ভক্তরাও

আরও পড়ুন: বিরাট নটআউট ৩৪, ড্রেসিংরুমে কেক কেটে সেলিব্রেশন সতীর্থদের   দেখুন ভিডিও

জন্মদিনের ঠিক আগেই উইম্বলডনের ম্যাচ দেখতে যান ধোনি। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছি লেন ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি সুনীল গাভাসকর। সেই ছবি পোস্ট করা হয় উইম্বলডনের টুইটার হ্যান্ডেলে। সেই ছবির ক্যাপশনে লেখা হয়, “ভারতীয় আইকন উইম্বলডন ম্যাচ দেখছেন।”

মধ্যরাতে ধোনির জ ন্মদিনের পরিকল্পনা করেন সাক্ষী । সেইমত মাঝরাতে কাটা হয় কেক।২০১১ সালের বিশ্বকাপ জয়ের সেই অমর হেলিকপ্টার শট মারার ভঙ্গিতেই বানানো হয়েছে এই কাট আউটটি। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সেই কাট আউটের ছবি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও, ভক্তদের কাছে মাহি ম্যাজিক আজও অমলিন।