১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট নটআউট ৩৪, ড্রেসিংরুমে কেক কেটে সেলিব্রেশন সতীর্থদের   দেখুন ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার
  • / 21

 

 

আরও পড়ুন: ৪১-এ পা ধোনির, মাঝরাতে কেক কেটে সেলিব্রেশন, ক্যাপ্টেন কুলের জন্মদিনে মজেছেন ভক্তরাও

পুবের কলম ওয়েবডেস্ক: ৩৪ এ পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, সতীর্থদের উপস্থিতিতেই কেক কেটে শুরু হয় সেলিব্রেসন। স্ত্রী অনুষ্কা থেকে শুরু করে সারা দেশের অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন  সর্বকালের  অন্যতম সেরা এই ক্রিকেটারকে।

 

জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে আজ ভারতীয় ড্রেসিংরুমে ছিল সেলিব্রেশনের মেজাজ।  একই সঙ্গে জন্মদিন ছিল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে থাকা মনোবিদ প্যাডি আপটনের। দুজনের জন্য দুটি কেক কেটে ড্রেসিংরুমে তাদের জন্মদিন উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে এই সেলিব্রেশনের

বিরাট নটআউট ৩৪, ড্রেসিংরুমে কেক কেটে সেলিব্রেশন সতীর্থদের   দেখুন ভিডিও

 

 

বিরাট  ১০২ টেস্ট ম্যাচ খেলে  গড় ৪৯  রান করেছেন ৮০৭৪। একদিনের ম্যাচে  ৫৭ গড়ে ২৬২ ম্যাচ খেলে মোট রান ১২৩৪৪।  টি টোয়েন্টিতে  কোহলি সর্বাধিক রানের মালিক, ১১৩ ম্যাচ খেলে  ৫৩ গড় রেখে রান করেছেন  ৩৯৩২ ।  আইপিএলেও সর্বাধিক রানের মালিক বিরাটই, ২২৩ ম্যাচে ৩৬ গড়ে ৬৬২৪ রান রয়েছে কোহলির ঝুলিতে। নিজের জন্মদিনের কেক কাটার  পর  বিরাট জানান জন্মদিনের কেকটা ভালো, সুস্বাদু, কিন্তু টি ২০ বিশ্বকাপ  জিতে কেক কেটে আরও বড় উদযাপন  করতে চান ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাট নটআউট ৩৪, ড্রেসিংরুমে কেক কেটে সেলিব্রেশন সতীর্থদের   দেখুন ভিডিও

আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: ৪১-এ পা ধোনির, মাঝরাতে কেক কেটে সেলিব্রেশন, ক্যাপ্টেন কুলের জন্মদিনে মজেছেন ভক্তরাও

পুবের কলম ওয়েবডেস্ক: ৩৪ এ পা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, সতীর্থদের উপস্থিতিতেই কেক কেটে শুরু হয় সেলিব্রেসন। স্ত্রী অনুষ্কা থেকে শুরু করে সারা দেশের অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন  সর্বকালের  অন্যতম সেরা এই ক্রিকেটারকে।

 

জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে আজ ভারতীয় ড্রেসিংরুমে ছিল সেলিব্রেশনের মেজাজ।  একই সঙ্গে জন্মদিন ছিল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে থাকা মনোবিদ প্যাডি আপটনের। দুজনের জন্য দুটি কেক কেটে ড্রেসিংরুমে তাদের জন্মদিন উদযাপন করেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছে এই সেলিব্রেশনের

বিরাট নটআউট ৩৪, ড্রেসিংরুমে কেক কেটে সেলিব্রেশন সতীর্থদের   দেখুন ভিডিও

 

 

বিরাট  ১০২ টেস্ট ম্যাচ খেলে  গড় ৪৯  রান করেছেন ৮০৭৪। একদিনের ম্যাচে  ৫৭ গড়ে ২৬২ ম্যাচ খেলে মোট রান ১২৩৪৪।  টি টোয়েন্টিতে  কোহলি সর্বাধিক রানের মালিক, ১১৩ ম্যাচ খেলে  ৫৩ গড় রেখে রান করেছেন  ৩৯৩২ ।  আইপিএলেও সর্বাধিক রানের মালিক বিরাটই, ২২৩ ম্যাচে ৩৬ গড়ে ৬৬২৪ রান রয়েছে কোহলির ঝুলিতে। নিজের জন্মদিনের কেক কাটার  পর  বিরাট জানান জন্মদিনের কেকটা ভালো, সুস্বাদু, কিন্তু টি ২০ বিশ্বকাপ  জিতে কেক কেটে আরও বড় উদযাপন  করতে চান ।