৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাঁটায়ের খবর পেয়ে অফিসেই কান্নায় ভেঙে পড়লেন সকলে, অ্যামাজন কর্মীর পোস্টে মর্মান্তিক ছবি  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 35

 

 

আরও পড়ুন: পাঠ্যবই থেকে শিখে বাবাকে ‘আব্বু’ ও মাকে ‘আম্মি’ ডাকছে শিশু, জেলাশাসককে অভিযোগ দায়ের অভিভাবকের

পুবের কলম ওয়েবডেস্ক:  ই-কমার্স জায়ান্ট অ্যামাজন  তাদের কর্মীদের গোলাপী স্লিপ ধরিয়েছে।  এক হাজারেরও বেশি কর্মীকে কোম্পানি ছেড়ে যেতে বলা হয়েছে বলে জানা গেছে। অ্যামাজন ইন্ডিয়ার একজন কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরে অফিসে কান্নাকাটি সহ ভয়াবহ দৃশ্যগুলি পোস্ট করেছেন। এটি ভারতীয় পেশাদারদের জন্য একটি কমিউনিটি অ্যাপ গ্রেপভাইনে শেয়ার করা হয়েছে। ওই কর্মী নিজের পোস্টে আরও লিখেছেন “কমপক্ষে ৭৫% সহকর্মী চাকুরি হারিয়েছেন।  যদিও কাজ না হারানো ২৫% সৌভাগ্যবানের মধ্যে আমি আছি। কিন্তু তাদের চোখের জল আমাকেও বিচলিত করছে। নিজেও যেন কাজ করতে কোথাও উৎসাহের অভাব বোধ করছি”। অ্যামাজন ইন্ডিয়া কারেন্ট কন্ডিশন শিরোনামে এই মর্মস্পর্শী পোস্টটি করেছেন ওই কর্মী।  অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ছাঁটাইয়ের ঘোষণা করেছিলেন।জ্যাসি বলেছিলেন  “আমরা মাত্র ১৮০০০ জনকে বাদ দেওয়ার পরিকল্পনা করছি। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে অ্যামাজনে বর্তমান কর্মীসংকোচনে সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে গুরুগ্রাম এবং বেঙ্গালুরুর অফিসগুলিতে। ফ্রেসার এবং অভিজ্ঞ উভয় কর্মীরাই ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন।  ফেয়ারওয়েল প্যাকেজ হিসেবে ৫ মাসের বেতন দেওয়ার  প্রতিশ্রুতি দিয়েছে  বীমার মতো বেশিরভাগ সুবিধাও পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা।  তবে কিছু কর্মচারী বেতন কাঠামো নিয়ে খুশি নন।  ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বিশ্বজুড়ে  রাজনৈতিক অস্থিরতার জন্য   অনেক বড় বড় তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মচারীরা অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন।  ইতিমধ্যেই কর্মী সংকোচনের রাস্তায় হেঁটেছে   টুইটার, মেটা, মাইক্রোসফ্ট, সেলসফোর্স।( ২০৭)

আরও পড়ুন: বাংলা শেখার ক্লাস শুরু রাজ্যপালের

 

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাঁটায়ের খবর পেয়ে অফিসেই কান্নায় ভেঙে পড়লেন সকলে, অ্যামাজন কর্মীর পোস্টে মর্মান্তিক ছবি  

আপডেট : ১৫ জানুয়ারী ২০২৩, রবিবার

 

 

আরও পড়ুন: পাঠ্যবই থেকে শিখে বাবাকে ‘আব্বু’ ও মাকে ‘আম্মি’ ডাকছে শিশু, জেলাশাসককে অভিযোগ দায়ের অভিভাবকের

পুবের কলম ওয়েবডেস্ক:  ই-কমার্স জায়ান্ট অ্যামাজন  তাদের কর্মীদের গোলাপী স্লিপ ধরিয়েছে।  এক হাজারেরও বেশি কর্মীকে কোম্পানি ছেড়ে যেতে বলা হয়েছে বলে জানা গেছে। অ্যামাজন ইন্ডিয়ার একজন কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পরে অফিসে কান্নাকাটি সহ ভয়াবহ দৃশ্যগুলি পোস্ট করেছেন। এটি ভারতীয় পেশাদারদের জন্য একটি কমিউনিটি অ্যাপ গ্রেপভাইনে শেয়ার করা হয়েছে। ওই কর্মী নিজের পোস্টে আরও লিখেছেন “কমপক্ষে ৭৫% সহকর্মী চাকুরি হারিয়েছেন।  যদিও কাজ না হারানো ২৫% সৌভাগ্যবানের মধ্যে আমি আছি। কিন্তু তাদের চোখের জল আমাকেও বিচলিত করছে। নিজেও যেন কাজ করতে কোথাও উৎসাহের অভাব বোধ করছি”। অ্যামাজন ইন্ডিয়া কারেন্ট কন্ডিশন শিরোনামে এই মর্মস্পর্শী পোস্টটি করেছেন ওই কর্মী।  অ্যামাজন সিইও অ্যান্ডি জ্যাসি গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ছাঁটাইয়ের ঘোষণা করেছিলেন।জ্যাসি বলেছিলেন  “আমরা মাত্র ১৮০০০ জনকে বাদ দেওয়ার পরিকল্পনা করছি। ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে অ্যামাজনে বর্তমান কর্মীসংকোচনে সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে গুরুগ্রাম এবং বেঙ্গালুরুর অফিসগুলিতে। ফ্রেসার এবং অভিজ্ঞ উভয় কর্মীরাই ছাঁটাইয়ের কোপে পড়তে চলেছেন।  ফেয়ারওয়েল প্যাকেজ হিসেবে ৫ মাসের বেতন দেওয়ার  প্রতিশ্রুতি দিয়েছে  বীমার মতো বেশিরভাগ সুবিধাও পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা।  তবে কিছু কর্মচারী বেতন কাঠামো নিয়ে খুশি নন।  ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বিশ্বজুড়ে  রাজনৈতিক অস্থিরতার জন্য   অনেক বড় বড় তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মচারীরা অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন।  ইতিমধ্যেই কর্মী সংকোচনের রাস্তায় হেঁটেছে   টুইটার, মেটা, মাইক্রোসফ্ট, সেলসফোর্স।( ২০৭)

আরও পড়ুন: বাংলা শেখার ক্লাস শুরু রাজ্যপালের

 

আরও পড়ুন: চোখের জলে ১৮ বছরের গ্র্যান্ডস্লাম কেরিয়ারে ইতি সানিয়া মির্জার