২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুখ থুবড়ে পড়ল সেনসেক্স-নিফটি বাজার বন্ধের মুখেও পতন অব্যাহত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 29

 

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার বাজার খুলতেই দেখা গেল পতন। দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়তেও অবস্থার খুব একটা হেরফের হয়নি। সোমবার সেনসেক্স পড়েছে ১৭০.৮৯ পয়েন্ট বা ০.২৮ শতাংশ।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

বাজার শেষে সূচক দাঁড়িয়েছে ৬১,৬২৪.১৫ পয়েন্টে। এদিন নিফটির পতন ২০.৫৫ পয়েন্ট বা ০.১১ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৩২৯.১৫ পয়েন্ট। নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ২৫টিতে অগ্ৰগতি হয়েছে। পিছিয়েছে ২৪টি কোম্পানি।
এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ৯০৬টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১০৮৭টি কোম্পানির শেয়ার দর। আজ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে।

আরও পড়ুন: রাহুল ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত,  হাওড়ার বেতড়ে মোদির কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ

এদিন নিফটির অটো, আইটি, মেটাল, ফার্মা, রিয়েলটি, স্বাস্থ্যপরিসেবা সূচক, তেল ও গ্যাস সেক্টরে বৃদ্ধির সবুজ সংকেত দেখা গিয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা, এফএমসিজি, মিডিয়া শেয়ার পতনের সঙ্গে বাজার কমেছে।

আরও পড়ুন: আমেরিকায় ফের চলল গুলি, মৃত ৩

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ থুবড়ে পড়ল সেনসেক্স-নিফটি বাজার বন্ধের মুখেও পতন অব্যাহত

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার বাজার খুলতেই দেখা গেল পতন। দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময়তেও অবস্থার খুব একটা হেরফের হয়নি। সোমবার সেনসেক্স পড়েছে ১৭০.৮৯ পয়েন্ট বা ০.২৮ শতাংশ।

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

বাজার শেষে সূচক দাঁড়িয়েছে ৬১,৬২৪.১৫ পয়েন্টে। এদিন নিফটির পতন ২০.৫৫ পয়েন্ট বা ০.১১ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৩২৯.১৫ পয়েন্ট। নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে ২৫টিতে অগ্ৰগতি হয়েছে। পিছিয়েছে ২৪টি কোম্পানি।
এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ৯০৬টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ১০৮৭টি কোম্পানির শেয়ার দর। আজ সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে শেয়ার বাজারে পতন দেখা গিয়েছে।

আরও পড়ুন: রাহুল ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত,  হাওড়ার বেতড়ে মোদির কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ

এদিন নিফটির অটো, আইটি, মেটাল, ফার্মা, রিয়েলটি, স্বাস্থ্যপরিসেবা সূচক, তেল ও গ্যাস সেক্টরে বৃদ্ধির সবুজ সংকেত দেখা গিয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা, এফএমসিজি, মিডিয়া শেয়ার পতনের সঙ্গে বাজার কমেছে।

আরও পড়ুন: আমেরিকায় ফের চলল গুলি, মৃত ৩