০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফায়ার সার্ভিসের ফোন বিকল, পুজো কমিটির বৈঠকে সমাধানে ডেপুটি স্পিকার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: বিদ‍্যুৎ, ফায়ার সহ প্রশাসনের সব বিভাগের আধিকারিকদের নিয়ে পুজো কমিটির বৈঠকে ফায়ার বিভাগকে আরও সক্রিয় ভূমিকার কথা বলেন ডেপুটি স্পীকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়। ঠিক তখনই বিভাগীয় এক অফিসার তাঁদের সমস‍্যার কথা বলতে গিয়ে বলেন, ফায়ার বিভাগের টেলিফোন লাইন খারাপ। বারবার সারাই হয়। আর খারাপ হয়।জরুরি পরিষেবার মতো ক্ষেত্রে এমন ঘটনায় তিনি বিচলিত হন। আর তখনই একটা দরখাস্ত জমা দিতে বলে সমস্যার সমাধান করলেন ডেপুটি স্পীকার। পাশাপাশি এদিন বিভাগীয় অফিসার জরুরি পরিষেবার জন্য একটি নাম্বার দেন 7872026575।
জানা গেছে, গত বারের মতো একই নিয়ম থাকছে। কোভিড বিধি মেনে চলতে হবে। প‍্যাণ্ডেলে দুটি বালি ও জলের বালতি রাখতে হবে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সমাজ মাধ্যমে গুজব চোখে পড়লে প্রশাসনকে জানাতে হবে। মুখ‍্যমন্ত্রী পুজো কমিটিকে পঞ্চাশ হাজার অনুদান দিচ্ছেন। তাই চাঁদার জুলুম নই। জন সচেতনতা মূলক প্রচার মণ্ডপে রাখতে হবে। শোভাযাত্রায় ডিজে মাইক বাজানো যাবে না।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফায়ার সার্ভিসের ফোন বিকল, পুজো কমিটির বৈঠকে সমাধানে ডেপুটি স্পিকার

আপডেট : ৪ অক্টোবর ২০২১, সোমবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: বিদ‍্যুৎ, ফায়ার সহ প্রশাসনের সব বিভাগের আধিকারিকদের নিয়ে পুজো কমিটির বৈঠকে ফায়ার বিভাগকে আরও সক্রিয় ভূমিকার কথা বলেন ডেপুটি স্পীকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়। ঠিক তখনই বিভাগীয় এক অফিসার তাঁদের সমস‍্যার কথা বলতে গিয়ে বলেন, ফায়ার বিভাগের টেলিফোন লাইন খারাপ। বারবার সারাই হয়। আর খারাপ হয়।জরুরি পরিষেবার মতো ক্ষেত্রে এমন ঘটনায় তিনি বিচলিত হন। আর তখনই একটা দরখাস্ত জমা দিতে বলে সমস্যার সমাধান করলেন ডেপুটি স্পীকার। পাশাপাশি এদিন বিভাগীয় অফিসার জরুরি পরিষেবার জন্য একটি নাম্বার দেন 7872026575।
জানা গেছে, গত বারের মতো একই নিয়ম থাকছে। কোভিড বিধি মেনে চলতে হবে। প‍্যাণ্ডেলে দুটি বালি ও জলের বালতি রাখতে হবে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। সমাজ মাধ্যমে গুজব চোখে পড়লে প্রশাসনকে জানাতে হবে। মুখ‍্যমন্ত্রী পুজো কমিটিকে পঞ্চাশ হাজার অনুদান দিচ্ছেন। তাই চাঁদার জুলুম নই। জন সচেতনতা মূলক প্রচার মণ্ডপে রাখতে হবে। শোভাযাত্রায় ডিজে মাইক বাজানো যাবে না।