০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দীনজনের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিন নিউ ব্যারাকপুরে শুরু হচ্ছে ” বিনা পয়সার দোকান”

সুস্মিতা
  • আপডেট : ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 44

পুবের কলম ওয়েবডেস্কঃ আর্ত, নিপীড়িত মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা দীনজনে। বিগত তিনবছর ধরে তাঁরা ভবঘুরে ও দুঃস্থদের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণ করে আসছেন।

দীনজনের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিন নিউ ব্যারাকপুরে শুরু হচ্ছে " বিনা পয়সার দোকান"


আগামী ১৫ অগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন দীনজনের উদ্যোগ নিয়েছে আরও এক অভিনব কর্মসূচির। নিউ ব্যারাকপুর কালীচরণ কর শিশু উদ্যানের পাশে খোলা হচ্ছে একটি খাদ্য ও পোশাক বিতরণ কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে ” বিনা পয়সার দোকান “
এই বিন পয়সার দোকানে মিলবে সহৃদয় বন্ধুদের দেওয়া অব্যবহৃত পোশাক। দুঃস্থরা তা নিয়ে যেতে পারবেন।

দীনজনের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিন নিউ ব্যারাকপুরে শুরু হচ্ছে " বিনা পয়সার দোকান"

অভুক্তদের জন্য থাকবে খুশির ঝুড়ি। সেখানে মিলবে শুকনো খাবার। এছাড়াও প্রতি রবিবার ৫১ জন করে অভুক্ত মানুষের মুখে তুলে দেওয়া হবে অন্ন। দেওয়া হবে জ্বর, সর্দি, কাশির মত সাধারণ অসুখের ওষুধ। ঠাকুর সমীরেশ্বর প্রতিষ্ঠিত বিশ্ব সেবাশ্রম সংঘ এগিয়ে এসেছে সার্বিক সহযোগিতায়।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীনজনের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিন নিউ ব্যারাকপুরে শুরু হচ্ছে ” বিনা পয়সার দোকান”

আপডেট : ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আর্ত, নিপীড়িত মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা দীনজনে। বিগত তিনবছর ধরে তাঁরা ভবঘুরে ও দুঃস্থদের মধ্যে খাবার ও শীতবস্ত্র বিতরণ করে আসছেন।

দীনজনের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিন নিউ ব্যারাকপুরে শুরু হচ্ছে " বিনা পয়সার দোকান"


আগামী ১৫ অগস্ট দেশের স্বাধীনতা দিবসের দিন দীনজনের উদ্যোগ নিয়েছে আরও এক অভিনব কর্মসূচির। নিউ ব্যারাকপুর কালীচরণ কর শিশু উদ্যানের পাশে খোলা হচ্ছে একটি খাদ্য ও পোশাক বিতরণ কেন্দ্র। যার নাম দেওয়া হয়েছে ” বিনা পয়সার দোকান “
এই বিন পয়সার দোকানে মিলবে সহৃদয় বন্ধুদের দেওয়া অব্যবহৃত পোশাক। দুঃস্থরা তা নিয়ে যেতে পারবেন।

দীনজনের উদ্যোগে স্বাধীনতা দিবসের দিন নিউ ব্যারাকপুরে শুরু হচ্ছে " বিনা পয়সার দোকান"

অভুক্তদের জন্য থাকবে খুশির ঝুড়ি। সেখানে মিলবে শুকনো খাবার। এছাড়াও প্রতি রবিবার ৫১ জন করে অভুক্ত মানুষের মুখে তুলে দেওয়া হবে অন্ন। দেওয়া হবে জ্বর, সর্দি, কাশির মত সাধারণ অসুখের ওষুধ। ঠাকুর সমীরেশ্বর প্রতিষ্ঠিত বিশ্ব সেবাশ্রম সংঘ এগিয়ে এসেছে সার্বিক সহযোগিতায়।