৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফরাসি যুদ্ধবিমান রাফালে পেল গ্রিস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্কঃ ফ্রান্সের কাছ থেকে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ৬টি রাফালে যুদ্ধবিমান পেল গ্রিস। ১৬ মাস আগে ১৮টি বিমান কেনার জন্য এক চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। এগুলো কিনতে গ্রিসকে গুনতে হয়েছে ২৬৩ েকাটি ডলার। যুদ্ধবিমানগুলো এথেন্সের উত্তর টানাঙ্গা বিমানঘাঁটিতে পৌৗঁছানোর পর সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাফালে যুদ্ধবিমান গ্রিসের প্রতিরক্ষা শক্তিকে অনেকগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ এতে অনেক অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। এছাড়া এজিয়ান সাগরে এগুলো দেশটির নজরদারির সক্ষমতা বাড়াবে। গ্রিসের পাইলটরা এসব বিমান চালনা শেখার জন্য ফ্রান্সে গিয়েছেন। বিমানগুলো পাওয়ার পরই সেগুলিকে কাজে নামাতে তৎপর গ্রিস। ন্যাটোর সক্রিয় বিমানবাহিনীর মধ্যে গ্রিস অন্যতম। কারণ দেশটিকে নিয়মিত তুরস্কের এফ১৬ যুদ্ধবিমানের গতিরোধ করতে হয়। গ্রিক প্রতিরক্ষামন্ত্রী নিকোশ পানায়োটপৌলস জানান– ’রাফালে অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে। এটিকৌশলগত অস্ত্র।’

আরও পড়ুন: গ্রিসে  ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফরাসি যুদ্ধবিমান রাফালে পেল গ্রিস

আপডেট : ২১ জানুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ফ্রান্সের কাছ থেকে চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ৬টি রাফালে যুদ্ধবিমান পেল গ্রিস। ১৬ মাস আগে ১৮টি বিমান কেনার জন্য এক চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে। এগুলো কিনতে গ্রিসকে গুনতে হয়েছে ২৬৩ েকাটি ডলার। যুদ্ধবিমানগুলো এথেন্সের উত্তর টানাঙ্গা বিমানঘাঁটিতে পৌৗঁছানোর পর সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাফালে যুদ্ধবিমান গ্রিসের প্রতিরক্ষা শক্তিকে অনেকগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ এতে অনেক অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। এছাড়া এজিয়ান সাগরে এগুলো দেশটির নজরদারির সক্ষমতা বাড়াবে। গ্রিসের পাইলটরা এসব বিমান চালনা শেখার জন্য ফ্রান্সে গিয়েছেন। বিমানগুলো পাওয়ার পরই সেগুলিকে কাজে নামাতে তৎপর গ্রিস। ন্যাটোর সক্রিয় বিমানবাহিনীর মধ্যে গ্রিস অন্যতম। কারণ দেশটিকে নিয়মিত তুরস্কের এফ১৬ যুদ্ধবিমানের গতিরোধ করতে হয়। গ্রিক প্রতিরক্ষামন্ত্রী নিকোশ পানায়োটপৌলস জানান– ’রাফালে অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে। এটিকৌশলগত অস্ত্র।’

আরও পড়ুন: গ্রিসে  ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭