০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্যুইটে শুভেচ্ছা,  ইউরোপ সফরে ম্যাক্রোঁর সঙ্গে মুখোমুখি আলোচনার সম্ভাবনা মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার
  • / 74

পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্রান্সের দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। তাঁকে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ট্যুইট করে বলেছেন,  তিনি ‘একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ’৷

সূত্রের খবর, আগামী মে মাসের ২ থেকে ৬ মে ইউরোপ সফরে যাওয়ার কথা রয়েছে মোদির। সেখানেই ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ-র সঙ্গে দেখা করার কথা ভারতের প্রধানমন্ত্রীর।  কোপেনগেহেনের ভারত-নর্ডিক সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, মেরিন লে পেনকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে ম্যাক্রোঁ ডানপন্থী মেরিন লে পেনকে পরাজিত করেন। রবিবার প্রাথমিক ফলাফলে ম্যাক্রোঁ ৫৮.৮ শতাংশ ভোট পেয়েছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেন পেয়েছেন ৪১.২ শতাংশ ভোট।

দুই দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী প্রথম ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে তিনি হবেন, দেশের তৃতীয় রাষ্ট্রপতি, যিনি দ্বিতীয়বারের মতো এই পদে আসীন হবে। তার মাত্র দুইজন ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পেরেছিলেন।  এই জয়ের পর ম্যাক্রোঁ জানিয়েছেন, ‘আমি একটি সুষ্ঠু সমাজ চাই, যেখানের নারী-পুরুষের মধ্যে সমতা থাকবে।  আগামী বছরগুলি অবশ্যই কঠিন হবে, তবে সেগুলি হবে ঐতিহাসিক ও নতুন স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

ম্যাক্রোঁকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ভোরে জেলেনস্কিতার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘নির্বাচনে জয়ের জন্য রাষ্ট্রপতি এবং একজন সত্যিকারের বন্ধু ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্যুইটে শুভেচ্ছা,  ইউরোপ সফরে ম্যাক্রোঁর সঙ্গে মুখোমুখি আলোচনার সম্ভাবনা মোদির

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্রান্সের দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। তাঁকে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি ট্যুইট করে বলেছেন,  তিনি ‘একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ’৷

সূত্রের খবর, আগামী মে মাসের ২ থেকে ৬ মে ইউরোপ সফরে যাওয়ার কথা রয়েছে মোদির। সেখানেই ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ-র সঙ্গে দেখা করার কথা ভারতের প্রধানমন্ত্রীর।  কোপেনগেহেনের ভারত-নর্ডিক সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, মেরিন লে পেনকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইম্যানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে ম্যাক্রোঁ ডানপন্থী মেরিন লে পেনকে পরাজিত করেন। রবিবার প্রাথমিক ফলাফলে ম্যাক্রোঁ ৫৮.৮ শতাংশ ভোট পেয়েছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী মেরিন লে পেন পেয়েছেন ৪১.২ শতাংশ ভোট।

দুই দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী প্রথম ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তবে তিনি হবেন, দেশের তৃতীয় রাষ্ট্রপতি, যিনি দ্বিতীয়বারের মতো এই পদে আসীন হবে। তার মাত্র দুইজন ফরাসি প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পেরেছিলেন।  এই জয়ের পর ম্যাক্রোঁ জানিয়েছেন, ‘আমি একটি সুষ্ঠু সমাজ চাই, যেখানের নারী-পুরুষের মধ্যে সমতা থাকবে।  আগামী বছরগুলি অবশ্যই কঠিন হবে, তবে সেগুলি হবে ঐতিহাসিক ও নতুন স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

ম্যাক্রোঁকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার ভোরে জেলেনস্কিতার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘নির্বাচনে জয়ের জন্য রাষ্ট্রপতি এবং একজন সত্যিকারের বন্ধু ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন।”