০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার
  • / 182

পুবের কলম ওয়েব ডেস্ক:  অবশেষে পবিত্র হজ পালন করে বাংলাদেশি হাজীরা দেশে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন।আগামী ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।ওইদিন প্রথম ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে।ওই দিন থেকেই নিজের দেশে ফিরতে পারবেন বিশ্বের হাজিরা।১৪ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ ১৪ জুলাই বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।তবে প্রথম ফ্লাইটে কতজন থাকবে সে বিষয়ে এখনো সঠিক তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

আরও পড়ুন: ছ’দিন পর স্বাভাবিক পরিষেবা, শ্রীনগর থেকে ফের শুরু হচ্ছে হজ উড়ান

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার।তারপর চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করেন তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।
তাদের নাম হল ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নঁওগার মো. আব্দুল মোত্তালিব এবং সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার। তাদের মধ্যে মক্কায় ১৩ জন, মদিনায় দুজন ও জেদ্দায় এক হজযাত্রী মারা গেছেন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

প্রসঙ্গত,আজ সোমবার তাশরিকের তৃতীয় দিনে ছোট, মধ্যম এবং বড় জামারতকে পাথর নিক্ষেপ” (শয়তানকে পাথর নিক্ষেপ বলেও পরিচিত) শেষ করবেন হাজীরা।এই সময় হাজীরা পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার করে ঘুরে পুনরায় মিনার তাঁবুতে ফিরে আসেন।

 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  অবশেষে পবিত্র হজ পালন করে বাংলাদেশি হাজীরা দেশে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন।আগামী ১৪ জুলাই থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।ওইদিন প্রথম ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে।ওই দিন থেকেই নিজের দেশে ফিরতে পারবেন বিশ্বের হাজিরা।১৪ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার অর্থাৎ ১৪ জুলাই বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।তবে প্রথম ফ্লাইটে কতজন থাকবে সে বিষয়ে এখনো সঠিক তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

আরও পড়ুন: ছ’দিন পর স্বাভাবিক পরিষেবা, শ্রীনগর থেকে ফের শুরু হচ্ছে হজ উড়ান

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার।তারপর চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করেন তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।
তাদের নাম হল ঢাকার বিউটি বেগম, মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলার তপন খন্দকার, সিরাজগঞ্জের কামারখন্দের মো. রফিকুল ইসলাম, রংপুরের মো. খয়বর হোসেন, নঁওগার মো. আব্দুল মোত্তালিব এবং সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার। তাদের মধ্যে মক্কায় ১৩ জন, মদিনায় দুজন ও জেদ্দায় এক হজযাত্রী মারা গেছেন।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

প্রসঙ্গত,আজ সোমবার তাশরিকের তৃতীয় দিনে ছোট, মধ্যম এবং বড় জামারতকে পাথর নিক্ষেপ” (শয়তানকে পাথর নিক্ষেপ বলেও পরিচিত) শেষ করবেন হাজীরা।এই সময় হাজীরা পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া পাহাড় সাতবার করে ঘুরে পুনরায় মিনার তাঁবুতে ফিরে আসেন।