০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া নিষিদ্ধ হলে ইসরাইল কেন নয়?

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 128

পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনে যদি রাশিয়ার হামলা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হয়, তাহলে ফিলিস্তিনের মাটিতে ইসরাইলি আক্রমণ কেন যুদ্ধাপরাধ হবে না? একই পরিস্থিতিতে দুই ধরনের অবস্থানের কারণে পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনা করেছেন আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য রিচার্ড বয়েড ব্যারেট। সংসদকে অভিযুক্ত করে তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের মানবতাবিরোধী অপরাধগুলোর কঠোর নিন্দা জানাচ্ছেন আপনি। অথচ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর আচরণের নিন্দা করছেন না।

 

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসবেন পুতিন

রিচার্ড ব্যারেট বলেছেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে একই ধরনের অন্যায় করা হলেও ইসরাইলের বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। এই দ্বৈত নীতির জন্য তিনি আইরিশ পার্লামেন্টের কঠোর সমালোচনা করেন এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ তুলে ধরেন। এর মধ্যে গাজায় হামলা ও ফিলিস্তিনিদের ভূমি দখল সহ বেশ কয়েকটি বিষয় ছিল। বামপন্থী দল ‍‌‌‌‌‌‌’পিপল বিফোর প্রফিট’ দলের হয়ে আইরিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন রিচার্ড বয়েড ব্যারেট।

আরও পড়ুন: Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%

 

আরও পড়ুন: রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি

সংসদের ভাষণে বলেন, ‍‌‌‌‌‌‌’ইসরাইলে অন্যায়ের বিরুদ্ধে আপনি বর্ণবাদ শব্দটিও ব্যবহার করতে চান না, নিষেধাজ্ঞা তো দূরের কথা। অথচ পুতিন ও তার বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে মাত্র পাঁচ দিন লেগেছে।’ ব্যারেট আরও বলেন, ‍‌‌‌‌‌‌’আপনি পুতিনের মানবতার বিরুদ্ধে অপরাধের বর্ণনা দেওয়ার জন্য সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করে খুশি। কিন্তু ফিলিস্তিনেদের ইসরাইলের হামলা নিয়ে চুপ থাকছেন। রাশিয়ার বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা জারি করে বসে আছেন। অথচ ইসরাইলের ব্যাপারে তা আপনার জানা নেই।’ আইরিশ পার্লামেন্টসহ পুরো পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে তিনি বলেন, ‍‌‌‌‌‌‌’মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করেছে। অথচ আমরা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারি না।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়া নিষিদ্ধ হলে ইসরাইল কেন নয়?

আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনে যদি রাশিয়ার হামলা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হয়, তাহলে ফিলিস্তিনের মাটিতে ইসরাইলি আক্রমণ কেন যুদ্ধাপরাধ হবে না? একই পরিস্থিতিতে দুই ধরনের অবস্থানের কারণে পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনা করেছেন আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য রিচার্ড বয়েড ব্যারেট। সংসদকে অভিযুক্ত করে তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের মানবতাবিরোধী অপরাধগুলোর কঠোর নিন্দা জানাচ্ছেন আপনি। অথচ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর আচরণের নিন্দা করছেন না।

 

আরও পড়ুন: শীঘ্রই ভারতে আসবেন পুতিন

রিচার্ড ব্যারেট বলেছেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে একই ধরনের অন্যায় করা হলেও ইসরাইলের বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না। এই দ্বৈত নীতির জন্য তিনি আইরিশ পার্লামেন্টের কঠোর সমালোচনা করেন এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ তুলে ধরেন। এর মধ্যে গাজায় হামলা ও ফিলিস্তিনিদের ভূমি দখল সহ বেশ কয়েকটি বিষয় ছিল। বামপন্থী দল ‍‌‌‌‌‌‌’পিপল বিফোর প্রফিট’ দলের হয়ে আইরিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন রিচার্ড বয়েড ব্যারেট।

আরও পড়ুন: Breaking: ট্রাম্পের নতুন টার্গেট: রাশিয়ার তেল কেনায় ভারতের শুল্ক বাড়লো ৫০%

 

আরও পড়ুন: রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ করেছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি? রিপোর্টে দাবি

সংসদের ভাষণে বলেন, ‍‌‌‌‌‌‌’ইসরাইলে অন্যায়ের বিরুদ্ধে আপনি বর্ণবাদ শব্দটিও ব্যবহার করতে চান না, নিষেধাজ্ঞা তো দূরের কথা। অথচ পুতিন ও তার বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে মাত্র পাঁচ দিন লেগেছে।’ ব্যারেট আরও বলেন, ‍‌‌‌‌‌‌’আপনি পুতিনের মানবতার বিরুদ্ধে অপরাধের বর্ণনা দেওয়ার জন্য সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করে খুশি। কিন্তু ফিলিস্তিনেদের ইসরাইলের হামলা নিয়ে চুপ থাকছেন। রাশিয়ার বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা জারি করে বসে আছেন। অথচ ইসরাইলের ব্যাপারে তা আপনার জানা নেই।’ আইরিশ পার্লামেন্টসহ পুরো পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে তিনি বলেন, ‍‌‌‌‌‌‌’মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করেছে। অথচ আমরা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারি না।’