বীরভূমে পুলিশ প্রশাসনের উদ্যোগে বন্ধ হল নাবালিকার বিয়ে

- আপডেট : ১১ মে ২০২২, বুধবার
- / 8
কৌশিক সালুই, বীরভূম: পুলিশ, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ প্রয়াসে বন্ধ হল এক নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের মহম্মদবাজার থানার ফুল্লইপুর গ্রামে। ওই নাবালিকার পরিবারের কাছ থেকে প্রশাসনের পক্ষ থেকে মুচলেখা নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার থানার ফুল্লইপুর গ্রামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করা হল।
নাবালিকার বয়স ১৬ বছর। সে শেওড়াকুড়ি-মালাডাং বংশীধর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আগামী ১৬ ই মে ময়ূরেশ্বর থানা এলাকার বাসিন্দা আকাশ বাগদির সঙ্গে বিয়ের অনুষ্ঠান ছিল। ওই নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ের বিষয়টি পুলিশ প্রশাসন ও এনজিও’র নজরে আসতেই সকলে মিলে তাদের বাড়িতে গিয়ে হাজির হয়।
অল্প বয়সে বিয়ে দিলে ভবিষ্যতে কি কি শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে পাশাপাশি পড়াশোনা করলে ও সঠিক সময়ে বিয়ে হলে কি কি সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত বোঝানো হয় ওই নাবালিকা স্কুল ছাত্রীর পরিবারকে। এরপরে আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দেওয়া হবে না এই মর্মে মুচলেকা নেওয়া হয় নাবালিকার বাবা লক্ষীকান্ত বাইনের কাছ থেকে।
মহম্মদ বাজার থানার পুলিশ আধিকারিক তপাই বিশ্বাস বলেন, ‘নাবালিকা স্কুলছাত্রীর বিয়ের আয়োজন চলছে বিষয়টি নজরে আসার পর পুলিশ, প্রশাসন এবং এনজিও মিলে ওই পরিবারের কাছে যাওয়া হয়। অল্প বয়সে বিয়ে হলে কি কি সমস্যা হতে পারে সেসব বোঝানো হয়। এছাড়াও নাবালিকার বাবার কাছ থেকে ১৮ বছর বয়স না হলে বিয়ে দেওয়া হবে না এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে’।