পাকিস্তানের বিরুদ্ধে ইসরাইলি অস্ত্রের সফল ব্যবহার করেছে ভারত: নেতানিয়াহু

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করল ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য। তিনি প্রকাশ্যে জানিয়েছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানে সফলভাবে ইসরাইলি অস্ত্র ব্যবহার করেছে।
নেতানিয়াহুর দাবি, মে মাসের ‘অপারেশন সিঁদুরের’ সময় ভারত যে অস্ত্র ব্যবহার করেছে;তার মধ্যে ছিল ভারত-ইসরাইল যৌথভাবে তৈরি বারাক-৮ মিসাইল সিস্টেম এবং হারপি ড্রোন। এই অস্ত্রগুলো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত এবং অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যে অস্ত্র দিয়েছি, সেগুলো বাস্তব যুদ্ধক্ষেত্রে দারুণভাবে কাজ করেছে। আমরা আমাদের অস্ত্র তৈরি করি মাঠের অভিজ্ঞতা দিয়ে, আর সেগুলো সত্যিকারের পরীক্ষিত। উল্লেখযোগ্য বিষয় হল, এই সংঘাতে পাকিস্তান ইসরাইলের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলেছিল। এবার নেতানিয়াহুর বক্তব্য সেই অভিযোগের অনেকটাই নিশ্চিত করল।
যদিও তবে অপারেশন সিঁদুরের সময় অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে প্রথমদিকে ভারত আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছিল। দিল্লির দাবি ছিল, অভিযানে কেবল দেশীয় প্রযুক্তি ও নিজস্ব অস্ত্রই ব্যবহার করা হয়েছে। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য সেই অস্বীকারকে প্রশ্নের মুখে ফেলেছে।
অন্যদিকে, পাকিস্তানি কূটনৈতিক মহল এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে তুলে ধরছে এবং রাষ্ট্রসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপনের কথা ভাবছে। তবে ভারত ও ইসরাইলের পক্ষ থেকে এ নিয়ে কৌশলী নীরবতা বজায় রাখা হচ্ছে, যদিও নেতানিয়াহুর মন্তব্যে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।