০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জ্যাভলিনের ফাইনালে পৌঁছালেন ভারতীয় থ্রোয়ার নীরজ চোপড়া

সুস্মিতা
- আপডেট : ৪ অগাস্ট ২০২১, বুধবার
- / 23
পুবের কলম ওয়েবডেস্কঃ বুধবার সকালেই দেশবাসীর জন্য আরও একটা ভালো খবর। ফাইনালে উঠলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।
কোয়ালিফিকেশন রাউন্ডে এ-গ্রুপের এক নম্বরে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেন নীরজ।
টোকিও অলিম্পিক্সের ফাইনালে উঠলেন তিনি।
নিয়ম মতো কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৩.৫০ মিটার ছুঁড়তে পারলেই সরাসরি মিলবে ফাইনালের কোটা। নীরজ প্রথম প্রচেষ্টাতেই ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।
বিশ্ব জ্যাভলিনের ১৬ নম্বরে থাকা নীরজের এটাই প্রথম অলিম্পিক। বুধবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের অভিযান শুরু হয় নীরজের ইভেন্ট দিয়েই। তিনি কোয়ালিফিকেশন রাউন্ডের বাধা টপকে ফাইনালে পৌঁছে যান অনায়াসে।
আগামী সাতই অগাস্ট নীরজ ফাইনালে নামবেন পদকের লড়াইতে।
Tag :