খালেদা জিয়ার সংকটজনক অবস্থায় উদ্বেগ নরেন্দ্র মোদির, দিলেন সবরকম সহায়তার আশ্বাস
- আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 26
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। সোমবার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্য জানান দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।”
বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ-তে চিকিৎসাধীন খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। আজম জানান, “গত রাত থেকেই ম্যাডাম অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন।” তিনি আরও বলেন, দেশের এবং বিদেশের চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা চলছে, এমনকি চিনের চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত পরামর্শ নেওয়া হচ্ছে।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় লিভার, কিডনি এবং শ্বাসকষ্ট-সহ একাধিক জটিলতার জন্য। বিএনপি জানিয়েছিল, তাঁর অবস্থা এতটাই সংকটজনক যে বিদেশে স্থানান্তর করাও বর্তমানে সম্ভব নয়। এখন গোটা বাংলাদেশ প্রার্থনা করছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য।

















