০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল চোর সন্দেহে গণপ্রহার

দেবশ্রী মজুমদার, মুরারই: মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানদার ও স্থানীয়রা পিছনে দৌড়ে ধরে ফেললো চোরকে। ঘটনাটি মুরারই থানার রাজগ্রাম পশ্চিম বাজার এলাকায়। বুধবার সকাল ন’টা নাগাদ, স্থানীয় ধরে ইলেকট্রিক পোলে বেঁধে রাখে। খবর দেওয়া হয় সিভিক পুলিশ কে। সেখান থেকে মুরারই থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় মোবাইল চোরটিকে।
দোকানের মালিক মহসিন মির্জা বলেন, দোকান ছেড়ে সামনে দাদার দোকানে ছিলাম। দোকানে খদ্দের ঢুকতে দেখে দোকানে যায়। আমাকে দেখে সে পরে আসছি, বলতে দেখি, আমার মোবাইল নাই। চিৎকার করতেই স্থানীয় মানুষ পাকড়াও করে। আমার মোবাইল ফিরে পেয়েছি। জানা গেছে, ধৃতের বাড়ি মুরারইয়ের বনরামপুর। নাম জসীমউদ্দীন সেখ।

নববর্ষ উদ্‌যাপনের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড, আমস্টারডামের ঐতিহাসিক ভন্ডেলকার্ক চার্চে আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোবাইল চোর সন্দেহে গণপ্রহার

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার, মুরারই: মোবাইলের দোকান থেকে মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় দোকানদার ও স্থানীয়রা পিছনে দৌড়ে ধরে ফেললো চোরকে। ঘটনাটি মুরারই থানার রাজগ্রাম পশ্চিম বাজার এলাকায়। বুধবার সকাল ন’টা নাগাদ, স্থানীয় ধরে ইলেকট্রিক পোলে বেঁধে রাখে। খবর দেওয়া হয় সিভিক পুলিশ কে। সেখান থেকে মুরারই থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় মোবাইল চোরটিকে।
দোকানের মালিক মহসিন মির্জা বলেন, দোকান ছেড়ে সামনে দাদার দোকানে ছিলাম। দোকানে খদ্দের ঢুকতে দেখে দোকানে যায়। আমাকে দেখে সে পরে আসছি, বলতে দেখি, আমার মোবাইল নাই। চিৎকার করতেই স্থানীয় মানুষ পাকড়াও করে। আমার মোবাইল ফিরে পেয়েছি। জানা গেছে, ধৃতের বাড়ি মুরারইয়ের বনরামপুর। নাম জসীমউদ্দীন সেখ।