০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির মৃত্যুতে শোকজ্ঞাপন মোদি ও মমতার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার
  • / 42

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডির প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ওমেন চান্ডির মৃত্যুতে আমরা একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে  হারালাম। যিনি জনসেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং কেরলের উন্নতির জন্য কাজ করেছিলেন। আমি তার সঙ্গে বিভিন্ন আলাপচারিতার কথা মনে পড়ে। বিশেষ করে যখন আমরা দুজনেই নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দুঃখের সময়ে তার পরিবার ও সতীর্থদের জন্য আমার ভাবনা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি’।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

 

ওমেন চান্ডির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তাঁর ট্যুইটে লিখেছেন, প্রবীণ রাষ্ট্রনায়ক ওমেন চান্ডির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। প্রবীণ কংগ্রেস নেতা কেরলের উন্নয়ন এবং জনজীবনের গণতন্ত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং সতীর্থদের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি’।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির মৃত্যুতে শোকজ্ঞাপন মোদি ও মমতার

আপডেট : ১৮ জুলাই ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডির প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী ট্যুইটে লিখেছেন, ওমেন চান্ডির মৃত্যুতে আমরা একজন নম্র ও নিবেদিতপ্রাণ নেতাকে  হারালাম। যিনি জনসেবায় তাঁর জীবন উৎসর্গ করেছিলেন এবং কেরলের উন্নতির জন্য কাজ করেছিলেন। আমি তার সঙ্গে বিভিন্ন আলাপচারিতার কথা মনে পড়ে। বিশেষ করে যখন আমরা দুজনেই নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দুঃখের সময়ে তার পরিবার ও সতীর্থদের জন্য আমার ভাবনা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি’।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

 

ওমেন চান্ডির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তাঁর ট্যুইটে লিখেছেন, প্রবীণ রাষ্ট্রনায়ক ওমেন চান্ডির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। প্রবীণ কংগ্রেস নেতা কেরলের উন্নয়ন এবং জনজীবনের গণতন্ত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং সতীর্থদের প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি’।