নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানালো বিএনপি
- আপডেট : ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 35
গুরুতর অসুস্থ বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা পাঠিয়েছেন, তার প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। সোমবার এক্স-এ (টুইটার) উদ্বেগ প্রকাশ করে মোদি লেখেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের গণজীবনে তাঁর দীর্ঘ অবদানের কথা উল্লেখ করে তিনি জানান—খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভারতের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। পাশাপাশি প্রয়োজন হলে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
এই বার্তার পরপরই বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ধন্যবাদ জ্ঞাপন করে পোস্ট করে। সেখানে লেখা হয়, খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভারতের প্রধানমন্ত্রীর সুচিন্তিত বার্তার জন্য দল আন্তরিক কৃতজ্ঞ। তাঁর সদিচ্ছা ও সমর্থনের অঙ্গীকারকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করে।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক জটিলতা বাড়তে থাকায় তাঁকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয় এবং জীবনরক্ষাকারী সাপোর্ট দেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে তাঁকে।
বিএনপি নেতাদের বক্তব্য, তাঁর অবস্থার কোনও উন্নতি হয়নি। দলের ভাইস–চেয়ারম্যান আহমেদ আযম খানের ভাষায়,“উনি খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। এখন জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নেই।” একই সুরে দলের মহাসচিব মির্জা ফখরুলও জানান, চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন কিন্তু পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন। প্রায় চার মাস লন্ডনে থেকে চিকিৎসা শেষে চলতি বছরের মে মাসে তিনি দেশে ফেরেন। বর্তমানে তাঁর জীবনরক্ষাকারী চিকিৎসা চলছে এবং দেশজুড়ে বিভিন্ন মহল থেকে তাঁর সুস্থতা কামনা করা হচ্ছে।

















