‘আগামী ১০০ দিন খুবই গুরুত্বপূর্ণ’, নেতা-কর্মীদের ৩৭০ আসনের টার্গেট দিলেন মোদি

- আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- / 20
পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ১০০ দিন খুবই গুরুত্বপূর্ণ, দলীয় নেতা-কর্মীদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে আয়োজিত বিজেপির দুদিনের জাতীয় সম্মেলনের শেষ পর্বে দলের নেতা কর্মীদের একাধিক বার্তা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলে সভাপতি জেপি নাড্ডা। গেরুয়া শিবিরের জাতীয় সম্মেলনে উঠে আসে রাম মন্দির প্রসঙ্গও। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য নয়, দেশের জন্য কাজ করার উদ্দেশেই তাঁর তৃতীয়বার ক্ষমতায় আসা প্রয়োজন। নরেন্দ্র মোদি দলীয় কর্মীদের বলেছেন, “সর্ব স্তরের মানুষদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।” দলের নেতাদের সামনে এদিন ৩৭০ আসন দখলের লক্ষ্য বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।