মোটের উপর দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া জয়নগরে ভোটগ্রহণ শান্তিপূর্ণ

- আপডেট : ১ জুন ২০২৪, শনিবার
- / 21
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : শেষ দফায় মোটের ওপর শান্তিপূর্ণ ভাবে শেষ হলো ভোট জয়নগরে।এদিন এই লোকসভার কুলতলির মেরীগঞ্জ ১,২, মৈপীঠ বৈকুন্ঠপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে বুথে বসা নিয়ে কিছু বিক্ষপ্ত ঘটনা ঘটে।
মেরিগঞ্জে ২ তে বিজেপি ও তৃনমূল কংগ্রেসের মধ্যে মারপিটের ঘটনায় বেশ কয়েক জন আহত হন।হাসপাতালের ভর্তি করা হয়। ক্যানিং এর ইটখোলা পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপির মধ্যে মারপিটের ঘটনায় স্থানীয় এক সাংবাদিকের মাথায় চোট হয়।কলকাতার হাসপাতালে ভর্তি আছে সে।
এছাড়া জয়নগর বিধানসভা,গোসাবা,বাসন্তী ও মগরাহাট পূর্ব বিধানসভা এলাকায় কিছু ইভিএম খারাপ হয়ে যায়। যার ফলে ভোট গ্রহন রাত ৮ টা পর্যন্ত চলে। এদিন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট কর্মীরা প্রতিটা বুথ থেকে সুরক্ষিত ভাবে ইভিএম নিয়ে আসে ডি আরসিতে।
আর এদিন শেষ রাতে ইভিএম গুলো কড়া নিরাপত্তার ঘেরাটোপে ক্যানিং এর বক্মিম সরদার কলেজের গণনা কেন্দ্রের দিকে যাবে। এবং সেখানকার স্টং রুমে থাকবে। আগামী মঙ্গলবার গণনা হবে।