০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র আট ঘন্টা থাকে বিদ্যুৎ, নেই রাস্তা-জল, অলিম্পিক কুস্তিতে রুপো জয়ী রবির গ্রামে

সুস্মিতা
  • আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ অলিম্পিকে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছেন কুস্তিগির রবি কুমার দাহিয়া। কিন্তু যে গ্রাম থেকে উঠে এসে রবির এই বিশ্ব ক্রীড়ার মঞ্চে দেশকে সাফল্য এনে দেওয়া তা হল হরিয়ানার একটি ছোট গ্রাম নাহরি। যে গ্রামে ২৪ ঘন্টায় মাত্র আট ঘন্টা থাকে বিদ্যুৎ। জলের সমস্যায় জেরবার জীবন।
রবির বাবা রাকেশ দাহিয়া এবং গ্রামবাসীদের আশা এবার তাদের ঘরের ছেলে অলিম্পিকে রুপো পেয়েছেন এবার হয়ত বদলাবে গ্রামের অবস্থা। ২৪ ঘন্টা জল ও বিদ্যুৎ মিলবে।
হরিয়ানার ছোট গ্রাম নাহরি, সেখানে বসবাস করেন ১৫০০০ জন মানুষ। সেখানে সকালে ২ ঘন্টা ও সন্ধ্যে বেলায় ছয় ঘন্টার জন্য আলো আসে। গ্রামের রাস্তাও খুব খারাপ। এবার বোধহয় রবির আলোয় বদলাবে গ্রামের অবস্থা। আশায় বুক বাঁধছেন নাহরির মানুষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাত্র আট ঘন্টা থাকে বিদ্যুৎ, নেই রাস্তা-জল, অলিম্পিক কুস্তিতে রুপো জয়ী রবির গ্রামে

আপডেট : ৬ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অলিম্পিকে রুপো জিতে দেশবাসীকে গর্বিত করেছেন কুস্তিগির রবি কুমার দাহিয়া। কিন্তু যে গ্রাম থেকে উঠে এসে রবির এই বিশ্ব ক্রীড়ার মঞ্চে দেশকে সাফল্য এনে দেওয়া তা হল হরিয়ানার একটি ছোট গ্রাম নাহরি। যে গ্রামে ২৪ ঘন্টায় মাত্র আট ঘন্টা থাকে বিদ্যুৎ। জলের সমস্যায় জেরবার জীবন।
রবির বাবা রাকেশ দাহিয়া এবং গ্রামবাসীদের আশা এবার তাদের ঘরের ছেলে অলিম্পিকে রুপো পেয়েছেন এবার হয়ত বদলাবে গ্রামের অবস্থা। ২৪ ঘন্টা জল ও বিদ্যুৎ মিলবে।
হরিয়ানার ছোট গ্রাম নাহরি, সেখানে বসবাস করেন ১৫০০০ জন মানুষ। সেখানে সকালে ২ ঘন্টা ও সন্ধ্যে বেলায় ছয় ঘন্টার জন্য আলো আসে। গ্রামের রাস্তাও খুব খারাপ। এবার বোধহয় রবির আলোয় বদলাবে গ্রামের অবস্থা। আশায় বুক বাঁধছেন নাহরির মানুষ।