০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিন ভ্যাপসা গরম থেকে স্বস্তি, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

পুবের কলম ওয়েবডেক্স: দক্ষিণবঙ্গে বর্ষার শুরু থেকেই ভারী বৃষ্টি খুব একটা লক্ষ্য করা যায়নি । বেশিরভাগই হালকা এবং মাঝারি বৃষ্টিসহ মেঘলা আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এদিকে রবিবার ঈদের দিন টুকিটাকি বৃষ্টির স্বাদ পেয়ে একাধিক জেলা, যা এই ভ্যাপসা গরমে কিছু স্বস্তির বটে । তবে আরও জোরালো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী ৪-৫ দিনের মধ্যেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে। একই রকম ভাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে।

দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল থাকার কারণে চলতি বছরে তেমনভাবে বর্ষার প্রভাব দেখা যায়নি। তবে এবার ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টি হবার মতো সম্ভবনা রয়েছে। আর এই বৃষ্টিতে ভিজতে চলেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ,হাওড়া ,হুগলি এবং কলকাতা। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎসহ।

অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বছরে বর্ষার একেবারে শুরু থেকেই উত্তরবঙ্গ ভাসছে ভারী বৃষ্টিতে। ঠিক উল্টো ছবি দক্ষিণবঙ্গের। জুন মাসে যে পরিমাণ বৃষ্টি হবার প্রয়োজন ছিল তা একেবারেই হয়নি, জুলাই মাসেও দেখা যায়নি তেমন বৃষ্টি তবে এবার চলতি মাসের মাঝ বরাবর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে, শহর কলকাতায় আজও চোখে পড়বে মেঘলা আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ প্রায় ৯২%।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদের দিন ভ্যাপসা গরম থেকে স্বস্তি, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ১০ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেক্স: দক্ষিণবঙ্গে বর্ষার শুরু থেকেই ভারী বৃষ্টি খুব একটা লক্ষ্য করা যায়নি । বেশিরভাগই হালকা এবং মাঝারি বৃষ্টিসহ মেঘলা আকাশ দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এদিকে রবিবার ঈদের দিন টুকিটাকি বৃষ্টির স্বাদ পেয়ে একাধিক জেলা, যা এই ভ্যাপসা গরমে কিছু স্বস্তির বটে । তবে আরও জোরালো বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আগামী ৪-৫ দিনের মধ্যেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে। একই রকম ভাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতর সূত্রে।

দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু দুর্বল থাকার কারণে চলতি বছরে তেমনভাবে বর্ষার প্রভাব দেখা যায়নি। তবে এবার ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টি হবার মতো সম্ভবনা রয়েছে। আর এই বৃষ্টিতে ভিজতে চলেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ,হাওড়া ,হুগলি এবং কলকাতা। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎসহ।

অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার প্রভৃতি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই বছরে বর্ষার একেবারে শুরু থেকেই উত্তরবঙ্গ ভাসছে ভারী বৃষ্টিতে। ঠিক উল্টো ছবি দক্ষিণবঙ্গের। জুন মাসে যে পরিমাণ বৃষ্টি হবার প্রয়োজন ছিল তা একেবারেই হয়নি, জুলাই মাসেও দেখা যায়নি তেমন বৃষ্টি তবে এবার চলতি মাসের মাঝ বরাবর মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এদিকে, শহর কলকাতায় আজও চোখে পড়বে মেঘলা আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ প্রায় ৯২%।