১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘আমি তাদের খাবার দিয়েছি আশ্রয় দিয়েছি ,আপনি নন’

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েবডেস্ক : ­ আমরা এখানে ভারতীয় ছাত্রদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেছি আপনারা নন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এক ত্রাণ শিবিরে রোমানিয়ার একটি শহরের মেয়র এ কথা বলেছেন। কংগ্রেস নেতারা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি অংশ কেন্দ্রীয় মন্ত্রীকে রোমানিয়ার একটি শহরের মেয়রের তিরস্কার করার ওই কথোপকথনের ভিডিয়ো শেয়ার করেছেন। সিন্ধিয়া রোমানিয়ার একটি শহরে অবস্থানরত ভারতীয় পড়ুরুয়াদে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

 

আরও পড়ুন: বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ করায় মারধর, ‘টক টু মেয়র’-এ প্রাণ সংশয়ের অভিযোগ মহিলার

এখানে সুযোগ পাওয়া মাত্রই তিনি মোদি সরকারের প্রশংসা করতে শুরু করেন। এর পরে সেখানে দাঁড়িয়ে থাকা সিটি মেয়র সিন্ধিয়ার কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সবার সামনে মেয়র সিন্ধিয়াকে তিরস্কার করেন। ভিডিয়োতে সিন্ধিয়াকে রোমানিয়ার মেয়র বলছেন, ‘তারা কখন বাড়ি ছাড়বে ছাত্রদের ব্যাখ্যা করুন। আমি আশ্রয় প্রদান করি, আমি খাদ্য সরবরাহ করি এবং আমি তাদের সাহায্য করেছি। আপনি বলুন।’ সিন্ধিয়া মেয়রকে বলেছেন, তিনি কী সিদ্ধান্ত নেবেন, তার কী কথা বলা দরকার? বিষয়টি স্পষ্ট যে এমন ঘটনায় অপ্রস্তুতে হয়ে যান সিন্ধিয়া।

আরও পড়ুন: কার্ডিফের মেয়র হলেন বাঙালি বাবলিন

 

আরও পড়ুন: মেয়রকে মারধরের অভযোগ, বিজেপি-আপ হাতাহাতিতে রণাঙ্গন দিল্লি পুরসভা

ভিডিয়োটিতে কিছু ভারতীয় ছাত্রকে রোমানিয়ার মেয়রের বক্তব্যে হাততালি দিতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কংগ্রেস নেতারা তা শেয়ার করছেন। এ নিয়ে টু্ইটারে কেউ অপারেশন গঙ্গা দিয়ে লিখেছেন, ‘রাজা সিন্ধিয়া যখন রোমানিয়ায় জনসংযোগের চেষ্টা করছিলেন তখন রোমানিয়ান মেয়র তাকে তিরস্কার করেছেন এবং মনে করিয়ে দিয়েছিলেন যে তারাই খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছিল। শিক্ষার্থীদের হাততালি দিতে দেখা গিয়েছে।’ কেউ লিখেছেন ‘রোমানিয়ার মেয়র একটি ত্রাণ শিবিরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ভালো করে শিক্ষা দিয়ে দিয়েছেন।

 

সিন্ধিয়া ভুলভাল কথা বলার চেষ্টা করছিলেন। রোমানিয়ার মেয়র তাকে তাদের ব্যাখ্যা করতে বলেছিলেন যে তারা কখন বাড়ি ছাড়বে। আমি তাদের আশ্রয় এবং খাবার দিয়েছি, আপনি পারেননি’। একজন বলেছেন, ‘রোমানিয়ার মেয়র ভারত সরকারের জনসংযোগ স্টান্ট উন্মোচন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়াকে রোমানিয়ার মেয়র আমি আশ্রয় দিই, আমি খাবার সরবরাহ করি এবং আমি তাদের সাহায্য করেছি বলে বুঝিয়ে দিয়েছে কী করছে ভারত সরকার। রোমানিয়ায় গিয়েছিলেন মন্ত্রী তাকে তিরস্কার করে দিয়েছে।

 

এমনকি শিক্ষার্থীরাও হাততালি দিচ্ছে।’ এই পর্বে কংগ্রেস নেতা সলমন নিজাম টু্ইট করেছেন,‘জুমলারা ভারতে কাজ করতে পারে কিন্তু বিদেশের মাটিতে নয়। দেখুন কীভাবে রোমানিয়ার মেয়র বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে শিক্ষা দিয়েছেন। উনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বলেছেন, ওদের বুঝিয়ে বল ওরা কখন বাড়ি থেকে বের হবে। আমি তাদের আশ্রয় এবং খাবার দিয়েছি আপনি না! ছাত্ররাও হাততালি দেয়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আমি তাদের খাবার দিয়েছি আশ্রয় দিয়েছি ,আপনি নন’

আপডেট : ৫ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ­ আমরা এখানে ভারতীয় ছাত্রদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেছি আপনারা নন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এক ত্রাণ শিবিরে রোমানিয়ার একটি শহরের মেয়র এ কথা বলেছেন। কংগ্রেস নেতারা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটি অংশ কেন্দ্রীয় মন্ত্রীকে রোমানিয়ার একটি শহরের মেয়রের তিরস্কার করার ওই কথোপকথনের ভিডিয়ো শেয়ার করেছেন। সিন্ধিয়া রোমানিয়ার একটি শহরে অবস্থানরত ভারতীয় পড়ুরুয়াদে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

 

আরও পড়ুন: বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ করায় মারধর, ‘টক টু মেয়র’-এ প্রাণ সংশয়ের অভিযোগ মহিলার

এখানে সুযোগ পাওয়া মাত্রই তিনি মোদি সরকারের প্রশংসা করতে শুরু করেন। এর পরে সেখানে দাঁড়িয়ে থাকা সিটি মেয়র সিন্ধিয়ার কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সবার সামনে মেয়র সিন্ধিয়াকে তিরস্কার করেন। ভিডিয়োতে সিন্ধিয়াকে রোমানিয়ার মেয়র বলছেন, ‘তারা কখন বাড়ি ছাড়বে ছাত্রদের ব্যাখ্যা করুন। আমি আশ্রয় প্রদান করি, আমি খাদ্য সরবরাহ করি এবং আমি তাদের সাহায্য করেছি। আপনি বলুন।’ সিন্ধিয়া মেয়রকে বলেছেন, তিনি কী সিদ্ধান্ত নেবেন, তার কী কথা বলা দরকার? বিষয়টি স্পষ্ট যে এমন ঘটনায় অপ্রস্তুতে হয়ে যান সিন্ধিয়া।

আরও পড়ুন: কার্ডিফের মেয়র হলেন বাঙালি বাবলিন

 

আরও পড়ুন: মেয়রকে মারধরের অভযোগ, বিজেপি-আপ হাতাহাতিতে রণাঙ্গন দিল্লি পুরসভা

ভিডিয়োটিতে কিছু ভারতীয় ছাত্রকে রোমানিয়ার মেয়রের বক্তব্যে হাততালি দিতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কংগ্রেস নেতারা তা শেয়ার করছেন। এ নিয়ে টু্ইটারে কেউ অপারেশন গঙ্গা দিয়ে লিখেছেন, ‘রাজা সিন্ধিয়া যখন রোমানিয়ায় জনসংযোগের চেষ্টা করছিলেন তখন রোমানিয়ান মেয়র তাকে তিরস্কার করেছেন এবং মনে করিয়ে দিয়েছিলেন যে তারাই খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছিল। শিক্ষার্থীদের হাততালি দিতে দেখা গিয়েছে।’ কেউ লিখেছেন ‘রোমানিয়ার মেয়র একটি ত্রাণ শিবিরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ভালো করে শিক্ষা দিয়ে দিয়েছেন।

 

সিন্ধিয়া ভুলভাল কথা বলার চেষ্টা করছিলেন। রোমানিয়ার মেয়র তাকে তাদের ব্যাখ্যা করতে বলেছিলেন যে তারা কখন বাড়ি ছাড়বে। আমি তাদের আশ্রয় এবং খাবার দিয়েছি, আপনি পারেননি’। একজন বলেছেন, ‘রোমানিয়ার মেয়র ভারত সরকারের জনসংযোগ স্টান্ট উন্মোচন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়াকে রোমানিয়ার মেয়র আমি আশ্রয় দিই, আমি খাবার সরবরাহ করি এবং আমি তাদের সাহায্য করেছি বলে বুঝিয়ে দিয়েছে কী করছে ভারত সরকার। রোমানিয়ায় গিয়েছিলেন মন্ত্রী তাকে তিরস্কার করে দিয়েছে।

 

এমনকি শিক্ষার্থীরাও হাততালি দিচ্ছে।’ এই পর্বে কংগ্রেস নেতা সলমন নিজাম টু্ইট করেছেন,‘জুমলারা ভারতে কাজ করতে পারে কিন্তু বিদেশের মাটিতে নয়। দেখুন কীভাবে রোমানিয়ার মেয়র বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে শিক্ষা দিয়েছেন। উনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বলেছেন, ওদের বুঝিয়ে বল ওরা কখন বাড়ি থেকে বের হবে। আমি তাদের আশ্রয় এবং খাবার দিয়েছি আপনি না! ছাত্ররাও হাততালি দেয়।