০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের ‘আত্মরক্ষামূলক সেনাজোট’ বলছে ন্যাটো দাবি হাস্যকর পাল্টা রাশিয়ার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার
  • / 29

 

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একাধিক দেশের নেতারা সম্প্রতি এই জোটকে ‘নিছক প্রতিরক্ষা জোট’ দাবি করে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘হাস্যকর ও মর্যাদাহানিকর’ বলে মন্তব্য করল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেলারুশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সমাবেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। ন্যাটোর নেতাদের ল্যাভরভ বলেন, ‘সম্প্রতি হোয়াইট হাউজের একজন প্রতিনিধি বলেন যে, রাশিয়া বা অন্য কারো ন্যাটোকে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট। প্রাপ্তবয়স্ক মানুষরা এ ধরনের বাজে কথা বলতে পারে দেখে আমাদের হাসি পায়। এ ধরনের কথা মর্যাদাহানিকর।’ ইতিহাস স্মরণ করিয়ে ল্যাভরভ বলেন, ‘ওয়ারশ্য’ চুক্তি এবং সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব বহু আগে শেষ হয়ে গেলেও পূর্বদিকে নিজের বিস্তার পাঁচ গুণ বাড়িয়েছে ন্যাটো। রুশ বিদেশমন্ত্রী ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করেন, ‘তাহলে ন্যাটো এতদিন কাদের মোকাবিলায় নিজেকে রক্ষা করে চলেছে?’ ল্যাভরভ বলেন, ‘কেউ যখন সামনের দিকে অগ্রসর হয়, নতুন নতুন দেশকে নিজের আয়ত্তে আনে এবং সেসব দেশে সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র মোতায়েন করে তখন তাকে মোটেই আত্মরক্ষা বলে না বরং একে তার উল্টোটাই বলতে হয়।’ স্পেনের রাজধানী মাদ্রিদে গত বৃহস্পতিবার ন্যাটো জোটের বার্ষিক সম্মেলন শেষ হওয়ার পর শুক্রবার জোটের সসদ্যদের সমালোচনা করেন সের্গেই ল্যাভরভ। মাদ্রিদ সম্মেলন থেকে পূর্ব ফ্রন্টে সামরিক শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। এছাড়া, রাশিয়ার সীমান্তবর্তী দুই দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ন্যাটোর সম্প্রসারণ-নীতির নিন্দা জানিয়ে নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিজেদের ‘আত্মরক্ষামূলক সেনাজোট’ বলছে ন্যাটো দাবি হাস্যকর পাল্টা রাশিয়ার

আপডেট : ২ জুলাই ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একাধিক দেশের নেতারা সম্প্রতি এই জোটকে ‘নিছক প্রতিরক্ষা জোট’ দাবি করে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘হাস্যকর ও মর্যাদাহানিকর’ বলে মন্তব্য করল রাশিয়া। রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বেলারুশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সমাবেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন। ন্যাটোর নেতাদের ল্যাভরভ বলেন, ‘সম্প্রতি হোয়াইট হাউজের একজন প্রতিনিধি বলেন যে, রাশিয়া বা অন্য কারো ন্যাটোকে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, ন্যাটো একটি আত্মরক্ষামূলক জোট। প্রাপ্তবয়স্ক মানুষরা এ ধরনের বাজে কথা বলতে পারে দেখে আমাদের হাসি পায়। এ ধরনের কথা মর্যাদাহানিকর।’ ইতিহাস স্মরণ করিয়ে ল্যাভরভ বলেন, ‘ওয়ারশ্য’ চুক্তি এবং সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব বহু আগে শেষ হয়ে গেলেও পূর্বদিকে নিজের বিস্তার পাঁচ গুণ বাড়িয়েছে ন্যাটো। রুশ বিদেশমন্ত্রী ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করেন, ‘তাহলে ন্যাটো এতদিন কাদের মোকাবিলায় নিজেকে রক্ষা করে চলেছে?’ ল্যাভরভ বলেন, ‘কেউ যখন সামনের দিকে অগ্রসর হয়, নতুন নতুন দেশকে নিজের আয়ত্তে আনে এবং সেসব দেশে সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র মোতায়েন করে তখন তাকে মোটেই আত্মরক্ষা বলে না বরং একে তার উল্টোটাই বলতে হয়।’ স্পেনের রাজধানী মাদ্রিদে গত বৃহস্পতিবার ন্যাটো জোটের বার্ষিক সম্মেলন শেষ হওয়ার পর শুক্রবার জোটের সসদ্যদের সমালোচনা করেন সের্গেই ল্যাভরভ। মাদ্রিদ সম্মেলন থেকে পূর্ব ফ্রন্টে সামরিক শক্তি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। এছাড়া, রাশিয়ার সীমান্তবর্তী দুই দেশ সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোতে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ন্যাটোর সম্প্রসারণ-নীতির নিন্দা জানিয়ে নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার