০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বাড়ছে করোনা সতর্ক করল কেন্দ্র

ইমামা খাতুন
- আপডেট : ১২ মার্চ ২০২৩, রবিবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: অ্যাডিনো ভাইরাসের আতঙ্কের মধ্যেই নতুন করে ভয় ধরাচ্ছে করোনা। কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৫২৪জন, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ এই বিষয়ে জানান, ‘গত কয়েক মাসে করোনার প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।কিন্তু, ফের তা মাথাচাড় দিতে শুরু করেছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজনের মৃত্যুর খবর রয়েছে। মৃত ব্যক্তি কেরলের বাসিন্দা। সুস্থতার হার ৯৮.৮ শতাংশ।