বাম নেতা অশোক ভট্টাচার্যের স্ত্রী’র প্রয়াণে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী

- আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
- / 15
পুবের কলম প্রতিবেদক: প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দীর্ঘ ৪১ বছরের সঙ্গী ও বহু সংগ্রামের সাথী, স্ত্রী রত্না ভট্টাচার্য। বুধবার সকালে রত্না ভট্টাচার্যের জীবনযুদ্ধ শেষ হয়। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর মৃত্যুর কথা নিজেই জানান অশোক ভট্টাচার্য।
জানা গিয়েছে– বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রত্নাদেবী। শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তবে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি থাকে। চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার রত্নাদেবীকে কলকাতায় নিয়ে আসা হয়। ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মারা যান তিনি।
দুঃসংবাদ পাওয়মাত্রই বাম নেতাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানান তিনি। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন। এ ছাড়াও সমবেদনা জানিয়েছেন বহু মানুষ।