০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গাসাগার মেলার প্রস্তুতি দেখতে আগামী ৪ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 111

পুবের কলম ওয়েব ডেস্কঃ গঙ্গাসাগার মেলার প্রস্তুতি তুঙ্গে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই সাগরদ্বীপে  যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচি অপরিবর্তিত থাকলে আগামী ৪ জানুয়ারি কলকাতা থেকে সাগরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে থেকেই  মেলা সংক্রান্ত যাবতীয়  প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মেলা পরিদর্শনের কাজ শেষ করে কপিল মুনির আশ্রমেও যেতে পারেন তিনি বলেই তৃণমূল সূত্রে খবর।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

উল্লেখ্য, ৪ তারিখে গঙ্গাসগার যাবেন তিনি। পরের দিন  ৫ জানুয়ারি সেখানকার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। তারপরের দিন অর্থাৎ  ৬ তারিখ কলকাতা ফিরে আসবেন তিনি, এমনটাই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন বলেই খবর। তাই জেলা প্রশাসনের শীর্ষকর্তা থেকে শুরু করে সভাধিপতি শামিমা শেখ গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি সাগরদ্বীপে  পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে হিন্দু ধর্মমতে পুণ্যস্নান করবেন তীর্থযাত্রীরা। এ বার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলাতেই রেকর্ডসংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য প্রশাসনের। তাই এক মাস আগে থেকেই মেলা সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। তাই প্রশাসনের প্রস্তুতির পর্ব দেখতে গঙ্গাসাগরে হাজির হওয়ার ব্যাপারে মনস্থির করেছেন মুখ্যমন্ত্রী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গাসাগার মেলার প্রস্তুতি দেখতে আগামী ৪ জানুয়ারি সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ গঙ্গাসাগার মেলার প্রস্তুতি তুঙ্গে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই সাগরদ্বীপে  যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূচি অপরিবর্তিত থাকলে আগামী ৪ জানুয়ারি কলকাতা থেকে সাগরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে থেকেই  মেলা সংক্রান্ত যাবতীয়  প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। মেলা পরিদর্শনের কাজ শেষ করে কপিল মুনির আশ্রমেও যেতে পারেন তিনি বলেই তৃণমূল সূত্রে খবর।

 

আরও পড়ুন: জল্পনার অবসান! আগামী ৫ বছরই মুখ্যমন্ত্রী থাকবেন সিদ্দারামাইয়া

উল্লেখ্য, ৪ তারিখে গঙ্গাসগার যাবেন তিনি। পরের দিন  ৫ জানুয়ারি সেখানকার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। তারপরের দিন অর্থাৎ  ৬ তারিখ কলকাতা ফিরে আসবেন তিনি, এমনটাই দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন বলেই খবর। তাই জেলা প্রশাসনের শীর্ষকর্তা থেকে শুরু করে সভাধিপতি শামিমা শেখ গঙ্গাসাগরে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: কাজি নজরুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন: জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি সাগরদ্বীপে  পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে হিন্দু ধর্মমতে পুণ্যস্নান করবেন তীর্থযাত্রীরা। এ বার কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগর মেলাতেই রেকর্ডসংখ্যক ভিড় হবে বলে অনুমান রাজ্য প্রশাসনের। তাই এক মাস আগে থেকেই মেলা সংক্রান্ত বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। তাই প্রশাসনের প্রস্তুতির পর্ব দেখতে গঙ্গাসাগরে হাজির হওয়ার ব্যাপারে মনস্থির করেছেন মুখ্যমন্ত্রী।