১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘অশনি’ ঠেকাতে কোমর বাঁধছে রাজ্য বিপর্যয় মোকাবিলা ও বিদ্যুৎ বিভাগ

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার
  • / 195

পুবের কলম প্রতিবেদকঃ ‘অশনি’র প্রভাব ক্রমশ চোখ রাঙাচ্ছে বাংলায়। আর এই ঘূর্ণিঝড় দুর্যোগ মোকাবিলায় তৎপর নামছে রাজ্য প্রশাসন। সেই অংশে কোমর বেঁধে নামছে রাজ্য বিপর্যয় মোকাবিলা ও দমকল বিভাগ। বিষয়টি নিয়ে সল্টলেকের বিকাশ ভবনে দফতরের আধিকারিকদের নিয়ে একটি জরুরী বৈঠক করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুজিত বসু। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী জানান, রাজ্যের ১৫৪ টি ফায়ার স্টেশন রয়েছে। সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সজাগ রাখা হয়েছে। এক্ষেত্রে বাড়তি সতর্ককরণ করা হচ্ছে কোস্টাল অঞ্চলের ফায়ার কেন্দ্র গুলিকে। বিপর্যয় মোকাবিলায় উপকূলবর্তী এলাকায় বাড়তি ২৪ ঘন্টা নজরদারি চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, লালবাজারের বিপর্যয় মোকাবিলা দফতরের যে কন্ট্রোল রুম রয়েছে, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলবে বিপর্যয়ের কাজ। এক্ষেত্রে মন্ত্রীর দাবি, শুধু অগ্নিসংযোগ নয়। কোথাও জমা জলে জনজীবন ব্যাহত হয়ে পড়লে দপ্তরের নিজস্ব পাম্প কাজে লাগিয়ে সেই বিপর্যয় দ্রুত নিষ্পত্তি করা হয়। আর সেই কাজ সম্পূর্ণ করতে ১৬০ টির ওপর পাম্প মজুত করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে কেউ বিপত্তির সম্মুখীন হলে দফতরের নিজস্ব ৮ টি কন্ট্রোল রুমের নম্বর অর্থাৎ ১০১-এ ফোন করে যোগাযোগ করতে পারবেন। বাতিল করা হয়েছে সমস্ত কর্মচারীদের ছুটিও। এদিকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাশাপাশি অশনি মোকাবিলায় সর্বদা তৎপর থাকছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সংক্রান্ত যে কোন সমস্যা ও তার দ্রুত সুরাহের লক্ষ্যে মঙ্গলবার থেকে সল্টলেক বিদ্যুৎ ভবনে একটি কন্ট্রোল খোলা রাখা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সে বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। সেই কন্ট্রোল নাম্বার দুটি হল, ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪। বিপর্যয় চলাকালীন বা তার পরবর্তীতে কোথাও যদি বিদ্যুৎ তার ছিঁড়ে বা পোল ভেঙে পড়ে কিংবা ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় খবর পেলে নাগরিকরা একেবারে সরাসরি বিদ্যুৎ দপ্তরের ওই কন্ট্রোল নাম্বারে ফোন অথবা হোয়াটস অ্যাপের মাধ্যমে বিষয়টি নজরে আনলে, তা দ্রুত নিষ্পত্তির জন্য কর্মীরা নেমে পড়বে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর। সব মিলিয়ে আসন্ন অশনি মোকাবিলায় তৎপর থাকছে রাজ্য বিপর্যয় মোকাবিলা ও বিদ্যুৎ দপ্তর।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অশনি’ ঠেকাতে কোমর বাঁধছে রাজ্য বিপর্যয় মোকাবিলা ও বিদ্যুৎ বিভাগ

আপডেট : ১০ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ ‘অশনি’র প্রভাব ক্রমশ চোখ রাঙাচ্ছে বাংলায়। আর এই ঘূর্ণিঝড় দুর্যোগ মোকাবিলায় তৎপর নামছে রাজ্য প্রশাসন। সেই অংশে কোমর বেঁধে নামছে রাজ্য বিপর্যয় মোকাবিলা ও দমকল বিভাগ। বিষয়টি নিয়ে সল্টলেকের বিকাশ ভবনে দফতরের আধিকারিকদের নিয়ে একটি জরুরী বৈঠক করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুজিত বসু। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী জানান, রাজ্যের ১৫৪ টি ফায়ার স্টেশন রয়েছে। সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সজাগ রাখা হয়েছে। এক্ষেত্রে বাড়তি সতর্ককরণ করা হচ্ছে কোস্টাল অঞ্চলের ফায়ার কেন্দ্র গুলিকে। বিপর্যয় মোকাবিলায় উপকূলবর্তী এলাকায় বাড়তি ২৪ ঘন্টা নজরদারি চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, লালবাজারের বিপর্যয় মোকাবিলা দফতরের যে কন্ট্রোল রুম রয়েছে, তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলবে বিপর্যয়ের কাজ। এক্ষেত্রে মন্ত্রীর দাবি, শুধু অগ্নিসংযোগ নয়। কোথাও জমা জলে জনজীবন ব্যাহত হয়ে পড়লে দপ্তরের নিজস্ব পাম্প কাজে লাগিয়ে সেই বিপর্যয় দ্রুত নিষ্পত্তি করা হয়। আর সেই কাজ সম্পূর্ণ করতে ১৬০ টির ওপর পাম্প মজুত করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে কেউ বিপত্তির সম্মুখীন হলে দফতরের নিজস্ব ৮ টি কন্ট্রোল রুমের নম্বর অর্থাৎ ১০১-এ ফোন করে যোগাযোগ করতে পারবেন। বাতিল করা হয়েছে সমস্ত কর্মচারীদের ছুটিও। এদিকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পাশাপাশি অশনি মোকাবিলায় সর্বদা তৎপর থাকছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ সংক্রান্ত যে কোন সমস্যা ও তার দ্রুত সুরাহের লক্ষ্যে মঙ্গলবার থেকে সল্টলেক বিদ্যুৎ ভবনে একটি কন্ট্রোল খোলা রাখা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সে বিষয়টি জানিয়েছে বিদ্যুৎ দপ্তর। সেই কন্ট্রোল নাম্বার দুটি হল, ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪। বিপর্যয় চলাকালীন বা তার পরবর্তীতে কোথাও যদি বিদ্যুৎ তার ছিঁড়ে বা পোল ভেঙে পড়ে কিংবা ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় খবর পেলে নাগরিকরা একেবারে সরাসরি বিদ্যুৎ দপ্তরের ওই কন্ট্রোল নাম্বারে ফোন অথবা হোয়াটস অ্যাপের মাধ্যমে বিষয়টি নজরে আনলে, তা দ্রুত নিষ্পত্তির জন্য কর্মীরা নেমে পড়বে বলে বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর। সব মিলিয়ে আসন্ন অশনি মোকাবিলায় তৎপর থাকছে রাজ্য বিপর্যয় মোকাবিলা ও বিদ্যুৎ দপ্তর।

আরও পড়ুন: আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ