১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !

ইমামা খাতুন
  • আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 121

ছবি - প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক  :  বাড়তি ওজন কমানোর জন্য কতো কি না করেন আপনি , বিভিন্ন ধরনের ডায়েট থেকে শুরু করে নানান ক্র্যাশ ডায়েট । অনেকে আবার খাওয়াই ছেড়ে দেন । ওজনকে নিয়ন্ত্রণে আনার জন্য । কিন্ত আপনি কি জানেন খাবার খাওয়া ছেড়ে দিলে আপনার ওজন কম হোক বা না হোক আপনার শরীর হয়ে যাবে দুর্বল । ফলে হবে হিতে বিপরীত । কিন্ত খাদ্যাভাসে একটু পরিবর্তন আনলেই আপনি সহজেই আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন । স্বাস্থ্যকর ও সঠিক খাদ্য উপাদানের মাধ্যমেই আপনার সমস্যার সমাধান হতে পারে ।

 

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারি: ভারতে আইফোন উৎপাদন করলে অ্যাপলকে দিতে হবে ২৫% শুল্ক

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতীকী ছবি

স্বাস্থ্যকর খাদ্যর কথা বললেই আমাদের একটা নাম চটজলদি মাথায় আসে সেটা হল বিট । আপনি কি জানেন বিটরুট কতটা উপযোগী । ওজন কমাতে বিটরুটের অবদান অন্যতম । বিটরুট থেকে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন পাওয়া যায় । এমনকি বিটরুট খেলে পেট অনেকক্ষণ ভার থাকে , ফলে ঘন ঘন খিদে ভাব থাকে না । এইভাবে আপনার খাদ্যাভাসে পরিবর্তন আসে । কমতে থাকে ওজন । এমনকি খুব অল্প পরিমাণ ক্যালরি থাকে বিটে ।

আরও পড়ুন: ভারতে তৈরি আইফোন নিয়ে গুজব চিনা সামাজিক মাধ্যমে, ব্যাঙ্গাত্মক মন্তব্য

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতিকি ছবি

এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন বিট এবং টমেটোর জুস । বিটের ন্যায় টমেটোতে অনেক কম ক্যালরি থাকে , থাকে পর্যাপ্ত পরিমাণ জলও । আর যদি এই দুই উপাদানকে একত্র করে জুস বানানো যায় , তাহলে সেটা আপনার শরীররে জন্য অনেকটা উপযোগী হবে । শুধু তাই না , বিট এবং টমেটোর জুস আপনার ওজন কমাতে অনেক সাহায্য করে । শুধু বিট আর টমেটোর জুস না ,  বিট আর আপেলের জুস ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

আরও পড়ুন: আইফোনে জুড়ছে ইসরোর নেভিগেশন প্রযুক্তি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক  :  বাড়তি ওজন কমানোর জন্য কতো কি না করেন আপনি , বিভিন্ন ধরনের ডায়েট থেকে শুরু করে নানান ক্র্যাশ ডায়েট । অনেকে আবার খাওয়াই ছেড়ে দেন । ওজনকে নিয়ন্ত্রণে আনার জন্য । কিন্ত আপনি কি জানেন খাবার খাওয়া ছেড়ে দিলে আপনার ওজন কম হোক বা না হোক আপনার শরীর হয়ে যাবে দুর্বল । ফলে হবে হিতে বিপরীত । কিন্ত খাদ্যাভাসে একটু পরিবর্তন আনলেই আপনি সহজেই আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন । স্বাস্থ্যকর ও সঠিক খাদ্য উপাদানের মাধ্যমেই আপনার সমস্যার সমাধান হতে পারে ।

 

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারি: ভারতে আইফোন উৎপাদন করলে অ্যাপলকে দিতে হবে ২৫% শুল্ক

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতীকী ছবি

স্বাস্থ্যকর খাদ্যর কথা বললেই আমাদের একটা নাম চটজলদি মাথায় আসে সেটা হল বিট । আপনি কি জানেন বিটরুট কতটা উপযোগী । ওজন কমাতে বিটরুটের অবদান অন্যতম । বিটরুট থেকে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন পাওয়া যায় । এমনকি বিটরুট খেলে পেট অনেকক্ষণ ভার থাকে , ফলে ঘন ঘন খিদে ভাব থাকে না । এইভাবে আপনার খাদ্যাভাসে পরিবর্তন আসে । কমতে থাকে ওজন । এমনকি খুব অল্প পরিমাণ ক্যালরি থাকে বিটে ।

আরও পড়ুন: ভারতে তৈরি আইফোন নিয়ে গুজব চিনা সামাজিক মাধ্যমে, ব্যাঙ্গাত্মক মন্তব্য

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতিকি ছবি

এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন বিট এবং টমেটোর জুস । বিটের ন্যায় টমেটোতে অনেক কম ক্যালরি থাকে , থাকে পর্যাপ্ত পরিমাণ জলও । আর যদি এই দুই উপাদানকে একত্র করে জুস বানানো যায় , তাহলে সেটা আপনার শরীররে জন্য অনেকটা উপযোগী হবে । শুধু তাই না , বিট এবং টমেটোর জুস আপনার ওজন কমাতে অনেক সাহায্য করে । শুধু বিট আর টমেটোর জুস না ,  বিট আর আপেলের জুস ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

আরও পড়ুন: আইফোনে জুড়ছে ইসরোর নেভিগেশন প্রযুক্তি