১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !

ছবি - প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক  :  বাড়তি ওজন কমানোর জন্য কতো কি না করেন আপনি , বিভিন্ন ধরনের ডায়েট থেকে শুরু করে নানান ক্র্যাশ ডায়েট । অনেকে আবার খাওয়াই ছেড়ে দেন । ওজনকে নিয়ন্ত্রণে আনার জন্য । কিন্ত আপনি কি জানেন খাবার খাওয়া ছেড়ে দিলে আপনার ওজন কম হোক বা না হোক আপনার শরীর হয়ে যাবে দুর্বল । ফলে হবে হিতে বিপরীত । কিন্ত খাদ্যাভাসে একটু পরিবর্তন আনলেই আপনি সহজেই আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন । স্বাস্থ্যকর ও সঠিক খাদ্য উপাদানের মাধ্যমেই আপনার সমস্যার সমাধান হতে পারে ।

 

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারি: ভারতে আইফোন উৎপাদন করলে অ্যাপলকে দিতে হবে ২৫% শুল্ক

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতীকী ছবি

স্বাস্থ্যকর খাদ্যর কথা বললেই আমাদের একটা নাম চটজলদি মাথায় আসে সেটা হল বিট । আপনি কি জানেন বিটরুট কতটা উপযোগী । ওজন কমাতে বিটরুটের অবদান অন্যতম । বিটরুট থেকে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন পাওয়া যায় । এমনকি বিটরুট খেলে পেট অনেকক্ষণ ভার থাকে , ফলে ঘন ঘন খিদে ভাব থাকে না । এইভাবে আপনার খাদ্যাভাসে পরিবর্তন আসে । কমতে থাকে ওজন । এমনকি খুব অল্প পরিমাণ ক্যালরি থাকে বিটে ।

আরও পড়ুন: ভারতে তৈরি আইফোন নিয়ে গুজব চিনা সামাজিক মাধ্যমে, ব্যাঙ্গাত্মক মন্তব্য

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতিকি ছবি

এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন বিট এবং টমেটোর জুস । বিটের ন্যায় টমেটোতে অনেক কম ক্যালরি থাকে , থাকে পর্যাপ্ত পরিমাণ জলও । আর যদি এই দুই উপাদানকে একত্র করে জুস বানানো যায় , তাহলে সেটা আপনার শরীররে জন্য অনেকটা উপযোগী হবে । শুধু তাই না , বিট এবং টমেটোর জুস আপনার ওজন কমাতে অনেক সাহায্য করে । শুধু বিট আর টমেটোর জুস না ,  বিট আর আপেলের জুস ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

আরও পড়ুন: আইফোনে জুড়ছে ইসরোর নেভিগেশন প্রযুক্তি

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক  :  বাড়তি ওজন কমানোর জন্য কতো কি না করেন আপনি , বিভিন্ন ধরনের ডায়েট থেকে শুরু করে নানান ক্র্যাশ ডায়েট । অনেকে আবার খাওয়াই ছেড়ে দেন । ওজনকে নিয়ন্ত্রণে আনার জন্য । কিন্ত আপনি কি জানেন খাবার খাওয়া ছেড়ে দিলে আপনার ওজন কম হোক বা না হোক আপনার শরীর হয়ে যাবে দুর্বল । ফলে হবে হিতে বিপরীত । কিন্ত খাদ্যাভাসে একটু পরিবর্তন আনলেই আপনি সহজেই আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারবেন । স্বাস্থ্যকর ও সঠিক খাদ্য উপাদানের মাধ্যমেই আপনার সমস্যার সমাধান হতে পারে ।

 

আরও পড়ুন: ট্রাম্পের হুঁশিয়ারি: ভারতে আইফোন উৎপাদন করলে অ্যাপলকে দিতে হবে ২৫% শুল্ক

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতীকী ছবি

স্বাস্থ্যকর খাদ্যর কথা বললেই আমাদের একটা নাম চটজলদি মাথায় আসে সেটা হল বিট । আপনি কি জানেন বিটরুট কতটা উপযোগী । ওজন কমাতে বিটরুটের অবদান অন্যতম । বিটরুট থেকে প্রচুর পরিমাণে মিনারেল ও ভিটামিন পাওয়া যায় । এমনকি বিটরুট খেলে পেট অনেকক্ষণ ভার থাকে , ফলে ঘন ঘন খিদে ভাব থাকে না । এইভাবে আপনার খাদ্যাভাসে পরিবর্তন আসে । কমতে থাকে ওজন । এমনকি খুব অল্প পরিমাণ ক্যালরি থাকে বিটে ।

আরও পড়ুন: ভারতে তৈরি আইফোন নিয়ে গুজব চিনা সামাজিক মাধ্যমে, ব্যাঙ্গাত্মক মন্তব্য

লকডাউনে আপনার ওজন বেড়ে চলেছে ! ওজন কমাতে এবার বাই বাই করুন ডায়েটকে !
প্রতিকি ছবি

এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন বিট এবং টমেটোর জুস । বিটের ন্যায় টমেটোতে অনেক কম ক্যালরি থাকে , থাকে পর্যাপ্ত পরিমাণ জলও । আর যদি এই দুই উপাদানকে একত্র করে জুস বানানো যায় , তাহলে সেটা আপনার শরীররে জন্য অনেকটা উপযোগী হবে । শুধু তাই না , বিট এবং টমেটোর জুস আপনার ওজন কমাতে অনেক সাহায্য করে । শুধু বিট আর টমেটোর জুস না ,  বিট আর আপেলের জুস ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

আরও পড়ুন: আইফোনে জুড়ছে ইসরোর নেভিগেশন প্রযুক্তি