০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ত্বকের যত্ন নিয়ে নিন চটজ্বলদি বিনা খরচে !

ইমামা খাতুন
  • আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার
  • / 110

পুবের কলম ওয়েবডেস্ক : ত্বক নিয়ে আপামর আমরা সবাই চিন্তিত থাকি। কারোর ত্বক হয় তৈলাক্ত, কারোর হয় রুক্ষ, শুস্ক ইত্যাদি।নতুন নতুন ক্রিম মাখার পরামর্শ দেন অনেকেই। আবার কেউ বলেন ঘরোয়া টোটকার কথা।ত্বকের যত্নের জন্য নানা ধরনের পরামর্শ দেওয়া হয়।কিন্ত সবচেয়ে জরুরি কি, সে কথা কেউ, সঠিক ভাবে পরামর্শ দেন না।অনান্য জিনিসের মতো ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি।দামি দামি ক্রিম মেখে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন? কিছুতেই আপনার সমস্যার সমাধান হচ্ছে না। কিন্ত একবার হলেও এই জিনিসটা নিয়ম করে খান তাহলেই আপনার অনেক সমস্যার সমাধান হবে।

 

আরও পড়ুন: পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে জল,ব্যাহত পরিষেবা

বিস্তারিত জেনে নিন এক নজরে –

আরও পড়ুন: বায়ু দূষণে বছরে প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু, বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে প্রকাশ

 

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

ত্বকের যত্ন  কী ভাবে নিতে পারে জল?

১ : সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করার পর আপনার চোখ, মুখে, শরীরের নানান স্থানে জমে ধুলো-ময়লা বা অন্য বর্জ্য পদার্থ। বাড়ি এসেই তাই দেরি না করে চোখ মুখে জল দিয়ে দিন।

২ : ত্বকে জমা যে কোনও ধরনের নোংরা-আবর্জনা থেকে মুক্তি দিতে পারে ‌জল। দিনে অন্তত চার লিটার জল খেলে আপনার ত্বক হবে উজ্জ্বল,ও পরিষ্কার।

 

৩ : যাদের তৈলাক্ত ত্বক, প্রতিনিয়ত নানান রকমের ত্বকের সমস্যায় ভুগতে হয় তাদের। ত্বকের সবচেয়ে পরিচিত সমস্যা হল তৈলাক্ত কিংবা অত্যধিক শুষ্ক হয়ে যাওয়া। বার বার জল খেলে এবং জল দিয়ে মুখ ধুলে সেই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। এমনকি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে।নানান রকমের সমস্যা দূরীভূত হয়।

৪ : টানা অনেক ক্ষণ কাজ করলে চোখের তলা ফুলে যায়।এমনকি অতিরিক্ত ইলেক্ট্রনিক্স গাজেট ব্যবহার করলে চেখের নীচের অংশে কালি পড়ে। এ সব থেকে মুক্তি পেতে ঠান্ডা জলে তুলো ভিজিয়ে চোখের তলায় দিয়ে রাখা যেতে পারে। অনেকটাই মুক্তি পাওয়া যাবে এই সমস্যা থেকে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ত্বকের যত্ন নিয়ে নিন চটজ্বলদি বিনা খরচে !

আপডেট : ২ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ত্বক নিয়ে আপামর আমরা সবাই চিন্তিত থাকি। কারোর ত্বক হয় তৈলাক্ত, কারোর হয় রুক্ষ, শুস্ক ইত্যাদি।নতুন নতুন ক্রিম মাখার পরামর্শ দেন অনেকেই। আবার কেউ বলেন ঘরোয়া টোটকার কথা।ত্বকের যত্নের জন্য নানা ধরনের পরামর্শ দেওয়া হয়।কিন্ত সবচেয়ে জরুরি কি, সে কথা কেউ, সঠিক ভাবে পরামর্শ দেন না।অনান্য জিনিসের মতো ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি।দামি দামি ক্রিম মেখে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন? কিছুতেই আপনার সমস্যার সমাধান হচ্ছে না। কিন্ত একবার হলেও এই জিনিসটা নিয়ম করে খান তাহলেই আপনার অনেক সমস্যার সমাধান হবে।

 

আরও পড়ুন: পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে জল,ব্যাহত পরিষেবা

বিস্তারিত জেনে নিন এক নজরে –

আরও পড়ুন: বায়ু দূষণে বছরে প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু, বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে প্রকাশ

 

আরও পড়ুন: কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল

ত্বকের যত্ন  কী ভাবে নিতে পারে জল?

১ : সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করার পর আপনার চোখ, মুখে, শরীরের নানান স্থানে জমে ধুলো-ময়লা বা অন্য বর্জ্য পদার্থ। বাড়ি এসেই তাই দেরি না করে চোখ মুখে জল দিয়ে দিন।

২ : ত্বকে জমা যে কোনও ধরনের নোংরা-আবর্জনা থেকে মুক্তি দিতে পারে ‌জল। দিনে অন্তত চার লিটার জল খেলে আপনার ত্বক হবে উজ্জ্বল,ও পরিষ্কার।

 

৩ : যাদের তৈলাক্ত ত্বক, প্রতিনিয়ত নানান রকমের ত্বকের সমস্যায় ভুগতে হয় তাদের। ত্বকের সবচেয়ে পরিচিত সমস্যা হল তৈলাক্ত কিংবা অত্যধিক শুষ্ক হয়ে যাওয়া। বার বার জল খেলে এবং জল দিয়ে মুখ ধুলে সেই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। এমনকি আপনার ত্বকে জেল্লা ফিরে আসে।নানান রকমের সমস্যা দূরীভূত হয়।

৪ : টানা অনেক ক্ষণ কাজ করলে চোখের তলা ফুলে যায়।এমনকি অতিরিক্ত ইলেক্ট্রনিক্স গাজেট ব্যবহার করলে চেখের নীচের অংশে কালি পড়ে। এ সব থেকে মুক্তি পেতে ঠান্ডা জলে তুলো ভিজিয়ে চোখের তলায় দিয়ে রাখা যেতে পারে। অনেকটাই মুক্তি পাওয়া যাবে এই সমস্যা থেকে।