গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন ছাত্র, উদ্ধার ১

- আপডেট : ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার
- / 34
পুবের কলম, ওয়েবডেস্ক: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন স্কুল ছাত্র। ছাত্ররা হলেন, নাজিম সেখ (১২), রোহন সেখ (১২), মোজাহিদ সেখ (১৩)। তিনজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তলিয়ে যাওয়াদের খোঁজে তল্লাশি শুরু করে ডুবুরি। নাজিম’কে উদ্ধার করা গেলেও বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবুরি। নাজিম সেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে।
জানা গিয়েছে, কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের ওই তিন পড়ুয়া স্কুল বন্ধ দেখে ঘুরতে বেরোন। গঙ্গা দেখে তিন বন্ধুই স্নান করতে নামে। গঙ্গায় স্রোত থাকায় তিন বন্ধুই তলিয়ে যায়। ছাত্রদের চিৎকারে ছুটে যান ঘাটের এক মাঝি। একজনকে উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে উদ্ধার করা যায়নি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ডুবুরি নামিয়ে বাকি দুজনের খোঁজ শুরু হয়।