০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু ৯০ বছরের বৃদ্ধার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 53

পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা শহরে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতা ৯০ বছরের বৃদ্ধার নাম অঞ্চলি চক্রবর্তী। তিনি কুঁদঘাটের ব্যানার্জি পাড়া রোডের ১১৫ ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।  মঙ্গলবার সকাল পৌনে ৬টা নাগাদ মৃত্যু হয় তাঁর। এমআর বাঙুর হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তিনি।

পুরনিগম ও স্বাস্থ্য ভবন সূত্রে খবর, চলতি বছরে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার পার করে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বহু। দক্ষিণ কলকাতা ও সংযোজিত এলাকাগুলিতে রীতিমতো হুমকির আকার নিচ্ছে সংক্রমণ। ১০৫, ১০৬, ১০৭, ১০৯, ১১৫, ১২১ এই ছয় ওয়ার্ড নিয়ে বিশেষ ভাবনা পুরপ্রশাসনের।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, যে কটি জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, তার মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। গত শুক্রবার নবান্নে ডেঙ্গু নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

উচ্চ পর্যায়ের ওই বৈঠকের পর জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গু। সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতির এই অবনতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

যদিও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, কিছু কিছু ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও বর্তমানে শহরে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে।

পুজোর সময় পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য ড্রোন ড্রাইভের ওপর জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ‘প্রাইভেসির’ কারণ দেখিয়ে ড্রোন চলানোর ক্ষেত্রে কোনো বাধা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অতীন ঘোষ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু ৯০ বছরের বৃদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতা শহরে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতা ৯০ বছরের বৃদ্ধার নাম অঞ্চলি চক্রবর্তী। তিনি কুঁদঘাটের ব্যানার্জি পাড়া রোডের ১১৫ ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।  মঙ্গলবার সকাল পৌনে ৬টা নাগাদ মৃত্যু হয় তাঁর। এমআর বাঙুর হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন তিনি।

পুরনিগম ও স্বাস্থ্য ভবন সূত্রে খবর, চলতি বছরে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার পার করে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বহু। দক্ষিণ কলকাতা ও সংযোজিত এলাকাগুলিতে রীতিমতো হুমকির আকার নিচ্ছে সংক্রমণ। ১০৫, ১০৬, ১০৭, ১০৯, ১১৫, ১২১ এই ছয় ওয়ার্ড নিয়ে বিশেষ ভাবনা পুরপ্রশাসনের।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, যে কটি জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি, তার মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। গত শুক্রবার নবান্নে ডেঙ্গু নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন: কলকাতায় শধদূষণ ও বায়ুদূষণ অন্যান্য মহানগরগুলির তুলনায় অনেক কমঃ পুলিশ কমিশনার

উচ্চ পর্যায়ের ওই বৈঠকের পর জানানো হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে হু হু করে বাড়ছে ডেঙ্গু। সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতির এই অবনতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।

আরও পড়ুন: কলকাতায় নামল আঁধার, বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি, নদিয়া, পূর্ব মেদিনীপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি

যদিও কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের দাবি, কিছু কিছু ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ দেখা গেলেও বর্তমানে শহরে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে।

পুজোর সময় পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য ড্রোন ড্রাইভের ওপর জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ‘প্রাইভেসির’ কারণ দেখিয়ে ড্রোন চলানোর ক্ষেত্রে কোনো বাধা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অতীন ঘোষ।